image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং

 বাস বন্ধ রাখলে আমাদের কী করার আছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    |    ১৭:৫৫, নভেম্বর ৭, ২০২২   |    46




 বাস বন্ধ রাখলে আমাদের কী করার আছে : প্রধানমন্ত্রী

 

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির আগুন-সন্ত্রাসের ভয়ে বাস মালিকরা যদি বাস বন্ধ রাখে তাতে আমাদের কী করার আছে।

 

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

 

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে। বাসে আগুন দিয়েছে, রাস্তায় সিএনজি থামিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। জীবন্ত মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। সেই আতঙ্কে বাস মালিকরা বাস বন্ধ রাখে।

 

 

 

সংসদ নেতা বলেন, বিশ্বব্যাপী সংকট চলছে, মূল্যস্ফীতি ও ডলারের দাম বাড়ছে, ফলে বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশগুলো বিপর্যয় ও সংকটের মধ্যে পড়েছে। তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেশে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। আমদানি জিনিসের ওপর নির্ভরশীলতা কমিয়ে রফতানি বাড়াতে হবে।

 

 

 

এসময় প্রধানমন্ত্রী জানান, দেশে এখনও যে পরিমাণ রিজার্ভ আছে, তা দিয়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।



রিলেটেড নিউজ

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন  হলো জাতীয় শ্রমিক লীগের ইপিজেড থানা কার্যালয় 

১৪:১৫, এপ্রিল ৮, ২০২৩

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন  হলো জাতীয় শ্রমিক লীগের ইপিজেড থানা কার্যালয়