image
image
image
image
image
image

আজ, শনিবার, ৩ জুন ২০২৩ ইং

দুই বছরেও শুরু হয়নি জুয়েল হত্যার বিচার

    "কোরআন অবমাননার গুজব"

মিঠু মুরাদ,     |    ১৮:১০, নভেম্বর ৭, ২০২২   |    64




দুই বছরেও শুরু হয়নি জুয়েল হত্যার বিচার

 

লালমনিরহাটে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে আবু ইউনুছ মোহাম্মদ সহিদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যার দুই বছরেও কোনো মামলার বিচার শুরু হয়নি।

 

আলোচিত ওই হত্যাকাণ্ডে তিন মামলায় গ্রেপ্তার অধিকাংশ আসামিই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন। জুয়েলের পরিবার এ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।

 

গত ২০২০ সালের ২৯ অক্টোবর পাটগ্রামের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে জুয়েলকে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়ার আবু ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট. পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক।

 

 এ ঘটনায় পর দিন শুক্রবার জুয়েলের চাচাতো ভাই সাইফুল আমিন বিপ্লব একটি হত্যা মামলা করেন। এ ছাড়া বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আবু নেওয়াজ নিশাত একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় উপপরিদর্শক শাজাহান বাদী হয়ে পাটগ্রাম থানায় অপর মামলাটি করেন। তিন মামলায় আসামি করা হয় ১১৪ জনকে। পরে পুলিশ এজাহারনামীয় এবং তদন্তে পাওয়া ১৩৪ আসামিকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১২১ জনই হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। কারাগারে আছেন মাত্র একজন।

 

রংপুরে এক ছেলে ও এক মেয়ে নিয়ে বসবাস করা জুয়েলের স্ত্রী জেসমিন বলেন, দুই বছরেও বিচার শুরু হয়নি। কবে শুরু হবে তাও জানি না।

 

তিনি আরও বলেন, আমার স্বামী নিরপরাধ ছিলেন। রংপুর থেকে বুড়িমারীতে কাজে গিয়ে নামাজ পড়তে বুড়িমারী জামে মসজিদে গিয়েছিলেন। নামাজ শেষে সেখানে কোরআন অবমাননার গুজব ছড়িয়ে তাকে পিটিয়ে এবং পরে রাস্তায় এনে শরীরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আমি স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই।

 

পাটগ্রাম কোর্টের জিআরও এএসআই জাহিদ হোসেন জানান, তিনটি মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এসব মামলায় এক আসামি কারাগারে এবং ছয়জন পলাতক। বাকি আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী আকমল হোসেন আহমেদ বলেন, এখনও ছয় আসামি পলাতক। তাদের বিষয়ে সর্বশেষ প্রক্রিয়া হলো হুলিয়া জারি করা। এসব প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে বিচার এখনও শুরু হয়নি।



রিলেটেড নিউজ

শেরপুরে যৌতুক মামলায় সেনা সদস্য কারাগারে

১২:২৫, মে ৯, ২০২৩

শেরপুরে যৌতুক মামলায় সেনা সদস্য কারাগারে


টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা

১৪:১৪, মে ৮, ২০২৩

টিটো রহমান ও নাজমুস সাকিবের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা


 পঞ্চগড় সংঘর্ষে গ্রেফতার ১৯৩ মোট মামলা ২৫ 

১৮:০০, মার্চ ১৪, ২০২৩

 পঞ্চগড় সংঘর্ষে গ্রেফতার ১৯৩ মোট মামলা ২৫ 


পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

১৭:৫০, মার্চ ১৪, ২০২৩

পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড


A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): Write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/ea-php74)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: