শিরোনাম
মো. সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: | ১৮:১২, নভেম্বর ৭, ২০২২ | 16
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে রতœা খাতুন (৩৪) নামে এক নারীর শরীল থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি সোনার বার উদ্ধার করেছে ২১ বিজিবি সদস্যরা।
রোববার রাত ৯ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার সহ এক নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা।
Developed By Muktodhara Technology Limited