শিরোনাম
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ | ১৮:২৬, নভেম্বর ৭, ২০২২ | 41
ময়মনসিংহের ফুলপুরে এক চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। আজ ৭ নভেম্বর রোজ সোমবার দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের বনোয়াকান্দা গ্রামে উক্ত ঘটনা ঘটেছে।
জানা গেছে ফুলপুর উপজেলার বনোয়াকান্দা গ্রামের মৃত আবুল হাশেম পাঠানের একমাত্র ছেলে নুরুল ইসলাম পাঠান (৬০) নিজের জমিতে বেড়া দিতে গেলে তার চাচা আজমান আলী পাঠান, চাচাতো ভাই মঞ্জুরুল পাঠান এবং আনোয়ার পাঠান তাকে বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
এসময় নুরুল ইসলাম পাঠান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে ফুলপুর থানার এসআই মোফাখখির জানান, নিহত নুরুল ইসলাম পাঠানের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited