শিরোনাম
আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ | ১৮:২৮, নভেম্বর ৭, ২০২২ | 53
টাঙ্গাইলের মধুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৪)এর ০৭ ধারা সংক্রান্ত মুলতবি থাকা জিআর ওয়ারেন্ট ভুক্ত যাবৎ জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদন্ডের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলাম মন্ডল (২৮)কে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ। সোমবার (৭ নভেম্বর) মধুপুর পৌরসভাধীন মালাউড়ী এলাকায় মধুপুর থানায় কর্মরত চৌকস পুলিশ অফিসার এএস আই সাজেদুল, এ,এস আই মোস্তাফিজ ও এ,এস আই সায়েদুর সংগীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। তিনি মধুপুর পৌরসভাধীন মালাউড়ী গ্রামের মতি মন্ডলের ছেলে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম জানান, অভিযুক্ত আসামির নামে গত ২৬ মার্চ ২০১৯ সালে শরিয়তপুর জেলার নড়িয়া থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়, মামলা নং (২৭) ২৬/৩/২০১৯, জিআর নং ৬৮/১৯, নাঃ শিঃ ১৪৫/১৯, ধারা নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধন ২০০৪)এর ০৭ ধারা। তিনি দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
মধুপুর থানা পুলিশ বর্তমানে আইন শৃঙ্খলায় বিশেষ ভুমিকা পালন করে জনমনে ব্যাপক সারা জাগিয়ে তুলেছেন। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং কার্ষক্রমের মাধ্যমে এলাকায় অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। মাদক থেকে শুরু করে বিভিন্ন অপরাধীদের ধরতে দিনরাত পাড়া মহল্লায় টহল দিয়ে যাচ্ছেন।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল মন্ডলকে গ্রেফতার করে অদ্য ৭ নভেম্বর টাঙ্গাইল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited