শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৬:০০, নভেম্বর ১১, ২০২২ | 59
হেমন্তিনী
হিমু আঁখি
সারা মাস, সারা বছর পার
হয়ে গেলেও মুখে এক ফোঁটা
হাসি যেন বিলীন হয়ে গেছে!
এক একটা সন্ধ্যা, এক একটা
রাত কেটে যায় তবুও দু'টো আঁখি
যেন পাথর হয়ে গেছে চিরতরে!
মনের উঠোনে যেন ফাটা রোদ্দুর
কন্ঠনালী শুকিয়ে কাঠ যতদূর।
বুকের ভেতরটা ক্রমশ চিন চিন
ধুক ধুক শব্দে নিত্য জ্বালাপোড়া
ঔষধ গুলো যেন পরে আছে অযথা!
একসময় পড়ন্ত বিকেলে কপালে
লাল টিপ, হাতে রেশমী চুড়ি
খোঁপায় রজনীগন্ধা জড়ানো
এসব এখন রূপকথা বটে ,
ভোর হতেই শিউলি পরে থাকে
কাঠ গোলাপের আনাগোনা নেই
নেই বসন্তের বাসন্তী শাড়ি
নেই অলস দুপুরে কোকিলের ডাক
নেই পানকৌড়ির উচ্ছাসিত ঝাঁক
সময়ের স্রোতে হেমন্তিনী পথ হারা;
খুঁজে চলি সবকিছু পাইনা যে সাড়া
Developed By Muktodhara Technology Limited