শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৬:০৯, নভেম্বর ১১, ২০২২ | 130
জীবন কাল
নাদিরা বেগম
জীবনের তিনকাল পেরিয়ে
থেমে গেছে জীবন শেষাকলে এসে
চার দেয়ালের বন্দি জীবনে
জীবন এখন শূন্যতায় ভাসে।
জীবনে কি পেয়েছি কি পাইনি
বসে যোগ,বিয়োগ পূরণ ,ভাগ করি
হিসেবে ফলাফলটা আসে শুন্য।
শিশুকাল, কিশোরা কাল কেটেছে
বাবা মায়ের আদরে,সোহাগে শাসনে
যৌবন কেটেছে জীবন যুদ্ধের ময়দানে
জীবন,জীবিকার অন্বেষণে।
কঠোর পরশ্রম করে পৌছেঁছি
সমাজের উঁচু স্তরে
বয়স হয়ে গেছে আশির কাছে।
সৃস্টি কর্তা সৃস্টি করেছেন দেহ খানি
নানা রকম কল কব্জা দিয়ে
মরিচা ধরেছে সেই কল কব্জায়
বয়সের পরন্ত বিকালে।
অচল শরীরে বিকল যন্ত্র
কার্য্যক্ষমতা হারিয়ে গেছে,
স্মৃতির পাতায় খুঁজে বেড়ায়
ঝাপসা হয়ে স্মৃতি ভাসে।
জীবনের শেষবেলা শেষ হল লীলা খেলা
যাবার যে হল বেলা ডাকবে যখন উপর ওয়ালা।
Developed By Muktodhara Technology Limited