শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১৭:২২, নভেম্বর ১১, ২০২২ | 55
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার নগরীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী পরিচালিত অভিযানে নগরীর পতেঙ্গায় বঙ্গবন্ধু ট্যানেলের সড়কে আনন্দবাজার জেলে খাল সংলগ্ন এলাকা থেকে প্রায় ৫০ টি অবৈধ মাছের আড়ত ও দোকান উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এতে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা -কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
Developed By Muktodhara Technology Limited