শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১৮:০১, নভেম্বর ২৯, ২০২২ | 32
কলকাতায় ‘বাংলাদেশ বইমেলা’র দিনক্ষণ নিয়ে চূড়ান্ত ঘোষণার মধ্য দিয়ে অবসান হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রকাশকদের দীর্ঘ প্রতীক্ষার। কলকাতার কোথায় মেলা হবে, তা নিয়ে যখন চরম অনিশ্চয়তা, ঠিক তখনই বইমেলার জন্য জায়গা নির্ধারণ করে ফেলেছেন আয়োজকরা। চলছে সেই মেলার প্রাঙ্গণনির্মাণে চূড়ান্ত প্রস্তুতি।
সব ঠিকঠাক থাকলে কলকাতায় বাংলাদেশ বইমেলার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। এ উপলক্ষে বাংলাদেশ থেকে কলকাতায় যাচ্ছেন একঝাঁক প্রকাশক, লেখক, বুদ্ধিজীবী ও তারকা। আগামী ২ ডিসেম্বর শুরু হয়ে এ মেলা চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত।
দেখতে দেখতে কলকাতার ‘বাংলাদেশ বইমেলা’ ১০ বছরে পদার্পণ করতে চলেছে এবার। কলকাতার বাংলাদেশ উপদূতাবাস এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করে আসছে।
২০১১ সালে এ মেলা শুরু হয়েছিল গগনেন্দ্র সভাগৃহে। এরপর সেটি রবীন্দ্রসদন চত্বর ঘুরে গেল কয়েক বছর ধরে শহরের মোহরকুঞ্জে প্রায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছিল। কিন্তু সম্প্রতি মোহরকুঞ্জে বইমেলার আয়োজন নিয়ে শুরু হয় নানা জটিলতা। আর সে কারণে তারিখ ঘোষণা করার পরও নির্ধারিত সময় অর্থাৎ গেল সেপ্টেম্বরে শেষ মুহূর্তে এসে বাতিল করতে হয় মেলা।
যদিও এখন সেই জটিলতা কেটে গেছে। বর্তমানে কলেজ স্ট্রিটের কলেজ স্কয়ারে চলছে মেলার অবকাঠামো তৈরির কাজ। ডিসেম্বরের ১ তারিখের মধ্যেই পুরো মেলা প্রাঙ্গণ প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে বই পাড়ায় এবার বাংলাদেশ বইমেলা হওয়ায় খুশি স্থানীয় প্রকাশক থেকে পাঠক সবাই।
কলকাতার অভিযান প্রকাশনীর কর্ণধার মারুফ হোসেন সময় সংবাদকে বলেন, বইয়ের পাঠকদের জায়গা কলেজ স্ট্রিট। আর এখানে বইমেলা, সেটিও আবার বাংলাদেশি বইয়ের মেলা। এককথায় এটা দারুণ উদ্যোগ। আগের বছরের চেয়ে এবারের বইমেলা বেশি সফল হবে, এমনটাই আশা তার।
মেলার অবকাঠামো তৈরির দায়িত্ব পাওয়া সংস্থার কর্ণধার কিশোলয় বিশ্বাস জানান, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারও মেলার অবকাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। আগে শীতের সময়ও বৃষ্টি হতে দেখা গেছে। তাই এবার বৃষ্টি হলেও মেলার ছন্দপতন ঘটবে না। তিনি বলেন, ‘আমরা ১ ডিসেম্বর দুপুরের মধ্যেই মেলা প্রস্তুত করে দেব।’
কলকাতার বাংলাদেশ উপদূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন বলেন, ‘এবারের মেলা নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী। আশা করছি, মেলা শতভাগ সফল হবে।’ মেলা নিয়ে আগামী ১ ডিসেম্বর উপদূতাবাস সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী প্রকাশনী, সময় প্রকাশন, ভাষাচিত্র, বাতিঘর, অন্য-প্রকাশ, প্রথমা প্রকাশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, পাঠক সমাবেশসহ দশম বাংলাদেশ বইমেলায় ৬৯টি বাংলাদেশি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে।
Developed By Muktodhara Technology Limited