শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১১:৫১, ডিসেম্বর ১৫, ২০২২ | 54
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী নগরীর পাহাড়তলীস্থ ফয়জলেক বধ্যভূমিতে শহীদ দিবস উপলক্ষে শহীদ স্মৃতি স্তম্বে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পার্ঘ্য অর্পণের পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বেশ কিছুক্ষণ নিরবে দাড়িয়ে সম্মান প্রদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, কাউন্সিলর ড নিছার উদ্দিন আহম্মদ মঞ্জু, আবুল হাসনাত মো. বেলাল, মো. জাবেদ, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবদুল মান্নান, জহুরুল আলম জসিম, আবদুস সালাম মাসুম, অধ্যপক মো. ইসমাইল, সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, স্পেশাল ম্যাজিষ্টেট যুগ্ম জেলা জজ মনিষা মহাজন, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো.হমায়ুন কবির চৌধুরী, উপ- প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিবিএ সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা নিবেদনের পর মেয়র বলেন, ১৯৭১সালে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর, রাজাকার, আলশামসরা তাদের পরাজয় নিশ্চিত জেনে দেশের মেধাবি সূর্য সন্তানদের হত্যা করে। তারা জানত যে, একটি দেশের সামগ্রিক মেধা ধ্বংশ হয়ে গেলে সেই দেশের সকল উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবিদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করতে পারলেই তাদের আত্মত্যাগ স্বার্থক হবে। একই ভাবে আত্মত্যাগের পথ বেই বাংলাদেশ সুখি ও সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত হলেই তাদের প্রত্যাশা পুরণ হবে।
মেয়র বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের মাধ্যমে আনেকের ফাঁসির রায় কার্যকর করেছেন এবং অনেকের বিচার এখনো চলমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশের মর্যাদা লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তিনি তরুনদের এগিয়ে আসার আহবান জানান।
Developed By Muktodhara Technology Limited