শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১১:১৫, জানুয়ারী ৩, ২০২৩ | 36
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ তিন রুটে ফেরি চলাচল আবার শুরু হয়। এর আগে ভোর ৪টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, সোমবার (০২ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে কুয়াশার তীব্র আকার ধারণ করে। এ সময় ফেরি চলাচলের জন্য বিকনবাতি ও মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। এতে তিনটি নৌরুটিই ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
আরিচা-কাজিরহাট নৌরুটের ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, ঘন কুয়াশার কারণে ভোর ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ওই রুটে ফের ফেরি চলাচল শুরু হয়।
তিনি বলেন, মাঝনদীতে আটকেপড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি ‘হাসনাহেনা’, ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান’, ‘চন্দ্র মল্লিকা’, ‘জালাল’, কে-টাইপ ফেরি ‘ফরিদপুর’ ও আরিচা-কাজীরহাটের ‘রোকেয়া’, ‘সফিয়া’ এবং ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি ‘কদম’ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। তবে ঘাটে কোন যানজট নেই। এ তিনটি নৌরুটে ২১টি ফেরি চলাচল করে।
Developed By Muktodhara Technology Limited