শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১১:২০, জানুয়ারী ৩, ২০২৩ | 104
৪১তম বার্ষিক সাধারণ সভা শেষে বুধবার (২৮ ডিসেম্বর’২২) বিকাল ৫টায় ঘাসফুল চেয়ারম্যান ড. মনজুর-উল-
আমিন চৌধুরী’র নেতৃত্বে নির্বাহী পরিষদের সদস্যরা ঢাকাস্থ আজিমপুর নতুন কবরস্থানে ঘাসফুলের
প্রতিষ্ঠাতা নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য মরণোত্তর রোকেয়া পদক ২০২১ প্রাপ্ত
শামসুন্নাহার রহমান পরাণের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে ফাতেহা পাঠ এবং মরহুমার রুহের মাগফিরাত
কামনা করে দোয়া ও মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন ঘাসফুলের সাধারণ পরিষদ সদস্য মোঃ
ওহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন ঘাসফুল নির্বাহী পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, নির্বাহী সদস্য
প্রফেসর ড. জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ, সংস্থার সিইও আফতাবুর রহমান জাফরী, উপপরিচালক
জয়ন্ত কুমার বসু, সহকারী ব্যবস্থাপক জেসমিন আক্তার, কর্মকর্তা আবদুর রহমান এবং ঘাসফুলের
শুভাকাঙ্খী ও পরাণ রহমানের নাতী ডাঃ সাকিব রহমান।
Developed By Muktodhara Technology Limited