image
image
image
image
image
image

আজ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ইং

নগরীতে ভবঘু‌রে অসহায় শীতার্থ‌দের শীতবস্ত্র প্রদানকালে চ‌সিক মেয়র রেজাউল করিম চৌধুরী

অসহায় মানু‌ষ ও সমা‌জের প্রয়োজ‌নে মানুষের পাশে দাঁড়া‌তে না পা‌রেন বিত্ত, বৈভব ও জীবনটা বৃথা

নিজস্ব প্রতিবেদক:    |    ১১:৩৩, জানুয়ারী ৩, ২০২৩   |    60




নগরীতে ভবঘু‌রে অসহায় শীতার্থ‌দের শীতবস্ত্র প্রদানকালে চ‌সিক মেয়র রেজাউল করিম চৌধুরী


র‌বিবার রা‌তে চট্টগ্রা‌ম নগরীর প‌থে ঘু‌রে ঘুরে শীতার্থ অসহায় মানু‌ষের মা‌ঝে কম্বল বিতরন ক‌রছেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।


ক্রমশঃ শী‌তের প্রকোপ বৃদ্ধি পে‌তে থাকায় অসহায় মানু‌ষের দু‌র্ভো‌গের কথা ভে‌বে কম্বল ও শীতবস্ত্র বোঝাই ক‌রে গাড়ী নি‌য়ে নগ‌রের প‌থে বে‌রি‌য়ে‌ছেন মেয়র রেজাউল করিম চৌধুরী। নগরীর বি‌ভিন্ন এলাকায় ঘু‌রে ঘু‌রে শী‌তে কষ্টে থাকা ভবঘু‌রে অসহায়‌দের মা‌ঝে তি‌নি এসব কম্বল ও শীতবস্ত্র বিতরন ক‌রেন।


এসময় তি‌নি জীবনমূখী গা‌নের অবিসংবাদিত শিল্পী ভূ‌পেন হাজা‌রিকার ‘মানুষ মানু‌ষের জ‌ন্যে, জীবন জীব‌নের জ‌ন্যে’ গান‌টির উদৃতি দি‌য়ে ব‌লেন, মানু‌ষের প্রয়োজ‌নে মানুষ‌কেই সহায়তার হাত বাড়া‌তে হ‌বে। সমা‌জে যারা স্বচ্ছল ও বিত্তবান আ‌ছেন তারা য‌দি অসহায় মানু‌ষ ও সমা‌জের প্রয়োজ‌নে দাঁড়া‌তে না পা‌রেন ত‌বে তা‌দের বিত্ত, বৈভব ও জীবনটা বৃথাই থে‌কে যায়।


অথচ একটু মান‌বিক চিন্তা ভাবনা থাক‌লেই আমরা শীতার্থ‌দের সহায়তা কর‌তে পা‌রি। আমা‌দের ম‌ধ্যে অ‌নে‌কেই আ‌ছেন যারা গত শী‌তের মৌসু‌মে কিংবা আ‌গের মৌসু‌মে নি‌জে‌দের জন্য শী‌তের কাপড় কি‌নে‌ছি। এসব কাপড় নষ্ট হ‌য়ে যায়‌নি তবুও নতুন ক‌রে আবা‌রো শী‌তের কাপড় কিন‌ছি। আমরা চাই‌লেই আ‌গের মৌসুমগু‌লো‌তে কেনা কাপড় গুলো যা‌দের নেই তা‌দের‌কে দি‌তে পা‌রি। আ‌মি সাম‌র্থের ম‌ধ্যে থে‌কে সকল‌কে অসহায় মানু‌ষের পা‌শে সহায়তা নিয়ে এ‌গি‌য়ে আসার আহ্বান জানাই।


শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন মো. জাবেদ নজরুল ইসলাম।



রিলেটেড নিউজ