শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১১:৪০, জানুয়ারী ৩, ২০২৩ | 61
নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের শান্তিনগর এলাকায় আজ (০২ জানুয়ারি) সোমবার সকালে নুরে মদীনা মডেল মাদ্রাসা ও হেফজখানার উদ্বোধন করা হয়েছে। পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মাদ্রাসা ও হেফজখানার উদ্বোধন করেন।
সোলায়মান আনসারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সরকারি ভাবে দেয়া বিনামূল্যেও বই তুলে দেন।
এসময় প্রধান অতিথি কাউন্সিলর শহিদুল আলম বলেন, দ্বিনী শিক্ষা শিক্ষার্থীদের নৈতিকতাকে উন্নত করে সমাজ ও মানুষের প্রতি সহমর্মী হতে শেখায়। বর্তমান সময়ে সাধারণ শিক্ষার চেয়ে মাদ্রাসা শিক্ষা কোন অংশে পিছিয়ে নেয়। তাই এ শিক্ষাকে অবহেলা বা খাটো করে দেখার সুযোগ নাই। তিনি অভিভাবকদের নিজ সন্তানের পড়াশোনায় খেয়ঢাল রাখার আহ্বান জানান।
দুঃস্থ শীতার্তদের কম্বল বিতরণ : এদিকে আজ (০২ জানুয়ারি) সোমবার বিকালে অপর এক অনুষ্ঠানে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডর কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়মী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম তাঁর ওয়ার্ডের প্রায় ৫০ জন ইমাম মুয়াজ্জিনের মাঝে মাঝে কম্বল বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ ওয়ার্ড সচিব মাহতাব উদ্দিন টিপ উপস্থিত ছিলেন।
Developed By Muktodhara Technology Limited