শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১১:৪৪, জানুয়ারী ৩, ২০২৩ | 68
বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তার অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধার কর্মকান্ড
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য স্মরণীয় হয়ে থাকবে
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেন, সরকারি কর্মকর্তা- কর্মচারী এবং যে কোন দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে কখনো কখনো তাদের কমল ও কঠোর হতে হয়।
ভালো কাজ করতে গেলে আবার কখনো কখনো কারো বিরাগ ভাজনের সম্মুখিন হতে হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম দেড় বছর চসিকের দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার প্রমাণ রেখেছেন তা অন্যান্য কর্মকর্তাদের জন্য অনুকরনীয় হয়ে থাকবে। তিনি একজন মেধা সম্পন্ন কর্মকর্তা ছিলেন।
তাঁর অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও মেধার কর্মকান্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। তিনি বদলীর কারণে যেখানেই কর্মরত থাকবেন সেখানেই সফলতা অর্জন করবেন বলে আমি প্রত্যাশা করি। আজ সোমবার বিকেলে চসিকের আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে বি আবদুচ সাত্তার মিলনায়তনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন-প্রধান রাজস্ব কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্তাবধায়ক প্রকৌশলী বিপ্লব কুমার দাশ, চসিক অপর্ণা চরণ কলেজের অধ্যক্ষ জারেকা বেগম ও কর কর্মকর্তা আজিজ আহমদ প্রমুখ।
বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের অনেক সীমাবদ্ধতা থাকার কারণেও ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি। কিন্তু সরকারি বিধি বিধানের কারণে অনেকের মন রক্ষা করতে পারিনি। তা ব্যর্থতা হিসেবে না নিলে আমি নিজেকে সফল হিসেবে দাবি করতে পারি। চাকুরির বদলী জনিত কারণে যেখানেই অবস্থান করেন না কেন চট্টগ্রামের সন্তান হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে কোন প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির বক্তব্যে সচিব খালেদ মাহমুদ বলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন আমাদের অভিভাবক। তাঁর কাজ থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় ছিল। এই শিক্ষা আমাদের কর্মজীবন ও প্রতিষ্ঠানে অনেক কাজে আসবে বলে অভিমত ব্যক্ত করেন। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালোনকালে চসিকের কোন কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে কোন ধরণের দুঃখ পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানান।
Developed By Muktodhara Technology Limited