শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: | ১২:১৪, জানুয়ারী ৩, ২০২৩ | 21
সোমবার (২ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এরইমধ্যে বিভিন্ন দেশে বাংলাদেশি রাষ্ট্রদূতদের এ বিষয়ে তাগিদ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার চিন্তিত নয় বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নির্বাচনের নিয়মেই হবে। সময়মতো এবং সুষ্ঠুভাবে হবে। এখানে সব দল আসলে ভালো, কেউ না আসতে চাইলে না আসবে।
মন্ত্রী বলেন, আপনারা জানেন, দেশে আগে ফ্রড ভোট হতো। একবার ১ কোটি ২৩ লাখ লোক ভুয়া ভোট দিয়েছে। এখন ওটা বন্ধ। ফ্রডগিরি করতে পারবেন না। দেশে একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যাতে এরা ভালোভাবে নির্বাচন করতে পারে। সুতরাং সেখানে সব দল আসলে ভালো আর যারা আসবে না, আসবে না।
‘আমরা জনগণের ওপর বিশ্বাসী। জনগণ যাকে চাইবে তাকে ভোট দেবে,’ যোগ করেন ড. মোমেন।
গত ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েকটা পাগলা বলল ১০ ডিসেম্বরের পর নতুন সরকার হবে। পাগল ছাড়া এটা কেউ বিশ্বাস করে নাই। বাংলাদেশের মানুষ বোকা না।’
Developed By Muktodhara Technology Limited