শিরোনাম
স্পোর্টস ডেক্স: | ১৭:৪৬, ফেব্রুয়ারী ১৪, ২০২৩ | 32
স্পোর্টস ডেক্স: ২৭ বছর বয়সী জানকতো সোমবার (১৩ ফেব্রুয়ারি) নিজেকে সমকামী (গে) বলে ঘোষণা দেন। আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় অবস্থায় তিনিই প্রথম ফুটবলার যিনি নিজের সমকামী পরিচয় প্রকাশ্যে আনলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে জানকতো বলেন, ‘বাকিদের মতো আমারও শক্তির জায়গা আছে, আছে দুর্বলতা। আমার পরিবার আছে, আছে বন্ধু।’
'আমার একটা কাজ আছে, যেটা আমি আমার সাধ্যের সেরাটা দিয়ে করার চেষ্টা করছি, বছরের পর বছর গুরুত্ব, পেশাদারিত্ব ও প্যাশনের সঙ্গে। বাকিদের মতো আমিও স্বাধীনতার সঙ্গে ভয়ডরহীনভাবে, সকল সংস্কারের উর্ধ্বে উঠে, সহিংসতাহীনভাবে বাঁচতে চাই। অবশ্যই ভালোবাসায় সিক্ত হয়ে।' এরপরই তিনি নিজের সমকামী পরিচয় প্রকাশ করেন, 'আমি একজন সমকামী এবং আমি আমাকে আর লুকাতে চাই না।'
চেক প্রজাতন্ত্রের হয়ে এখন পর্যন্ত ৪৫টি ম্যাচ খেলা জানকতো বর্তমানে স্প্যানিশ ক্লাব গেতাফে থেকে ধারে স্বদেশী ক্লাব স্পার্তা প্রাগে খেলছেন। জানকতোর বর্তমান ক্লাবও তার সমর্থনে বিবৃতি দিয়েছে, 'কিছুদিন আগে জ্যাকব জানকতো তার যৌন অভিমুখিতা নিয়ে ক্লাবের ম্যানেজমেন্ট, কোচ ও সতীর্থদের সঙ্গে খোলামেলা জকথা বলেছেন। আর কোনো মন্তব্য নয়, আর কোন প্রশ্ন নয়। তোমার সঙ্গে আমাদের সমর্থন আছে। তোমার মতো বাঁচো, জ্যাকব। আর কিছুর পরোয়া নেই।'
জানকতো মূলত যাদের খেলোয়াড়, সেই গেতাফেও তার সমর্থনে বিবৃতি দিয়েছে, 'আমাদের পক্ষ থেকে আমাদের এই খেলোয়াড়কে সর্বোচ্চ সম্মান ও শর্তহীন সমর্থন জানাচ্ছি, জ্যাকব জানকতো। শুধু ক্লাবই না, জানকতোর প্রতি সমর্থন জানিয়েছে উয়েফার গভর্নিং বডি ও পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রোও।
জানকতোর আগে অস্ট্রেলিয়ার হয়ে অনূর্ধ্ব ২০ পর্যায়ে খেলা যশ কাভালো নিজের সমকামী পরিচয় প্রকাশ্যে এনেছিলেন। এছাড়া ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগের দল ব্লাকপুলের জ্যাক ড্যানিয়েলসও গত মে মাসে নিজেকে সমকামী বলে ঘোষণা দেন। তালিকায় আছেন জার্মানির হয়ে ৫২ ম্যাচ খেলা মিডফিল্ডার থমাস হিজেলপারগারও। তিনি অবশ্য নিজেকে সমকামী ঘোষণা করেন খেলা ছাড়ার পর।
Developed By Muktodhara Technology Limited