শিরোনাম
হোমায়রা আক্তার | ১১:২৯, মার্চ ৫, ২০২৩ | 69
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ
হোমায়রা আক্তার
বীর বাঙালি,জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি
তোমার জন্য কাঁদে প্রিয় জন্মভূমি।
তুমি এসেছিলে এ ধরাতে
স্বপ্নের সোনার বাংলা গড়তে।
আর্ন্তজাতিক স্বীকৃতি পেল তোমার ঐতিহাসিক ভাষণ
"বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" হিসেবে হলো সংরক্ষণ।
ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহবানে
বাঙালি জাতি শক্তি ও সাহস পেয়েছিল মনে।
আঠারো মিনিট স্থায়ী হয় সেই বজ্রকন্ঠস্বর
নিরস্ত্র বাঙালির মনে সাহস সঞ্চারিত হয়।
বঙ্গবন্ধুর ভাষণ বাঙালির লড়াইয়ের শক্তি,
গর্বের সাথে প্রকাশ করছে সবাই তাদের
মনের অভিব্যক্তি।
বঙ্গবন্ধুর ডাকে সর্বস্তরের জনগন দিয়েছিল সাড়া,
যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সকলেই,শুধু রাজাকার ছাড়া।
পাকিস্তানি বাহিনীকে করেছিল দেশ থেকে বিতাড়িত
দেশকে শত্রুমুক্ত করতে সকলেই ছিল একতাবদ্ধ।
আগামী প্রজন্মকে বুঝাতে হবে
কালজয়ী এই ভাষণের গুরুত্ব,
তারা যেন বুঝতে পারে কথাগুলোর মমার্থ।
৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু দিয়েছিল স্বাধীনতার ডাক সেই ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি পেল মুক্তির সাধ।
বঙ্গবন্ধুর ভাষণ যুগিয়েছে প্রেরণা
বাঙালি জাতি পেয়েছে স্বপ্নের ঠিকানা।
Developed By Muktodhara Technology Limited