image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৮ মে ২০২৩ ইং

সৃষ্টিকর্তার তরে

সাদিয়া আফরোজ

সাদিয়া আফরোজ    |    ১১:৫৮, মার্চ ৫, ২০২৩   |    51




সৃষ্টিকর্তার তরে

সৃষ্টিকর্তার তরে

সাদিয়া আফরোজ

 

 

কপালটা যার সিজদায় লুটে

সৃষ্টিকর্তার তরে,

হৃদয় ভরে ভক্তি করে

পূর্ণ্যে মন তার ভরে।

 

যিনি সৃষ্টি করলেন জগত

সৃষ্টি কুলের জন্য,

তাঁর কৃপা তো পেয়ে সবাই

হয়েছে ভাই ধন্য।

 

জগত মাঝে পাপী যত

সবাই লুটে পড়ে

সিজদায় গিয়ে মনের কষ্টে

নয়নের জল ঝড়ে।

 

পাপীর হৃদয় কঠিন হয় ভাই

থাকে না অনুতাপ,

অনুসূচনায় ভোগে না

তাই করে চলে পাপ।

 

কঠিন আত্মা চাই না আমরা

নরম থাকুক এ দিল,

সবার তরে ভালোবাসা

বিলাক মন অনাবিল।

 

 



রিলেটেড নিউজ

বিবশ চেতন

১৮:০৭, মার্চ ১২, ২০২৩

বিবশ চেতন


লজ্জা পাও কেন?

১৫:০৪, মার্চ ৬, ২০২৩

লজ্জা পাও কেন?


সৃষ্টিকর্তার তরে

১১:৫৮, মার্চ ৫, ২০২৩

সৃষ্টিকর্তার তরে


বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ

১১:২৯, মার্চ ৫, ২০২৩

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ


জীবন কাল । 

১৬:০৯, নভেম্বর ১১, ২০২২

জীবন কাল । 


হেমন্তিনী

১৬:০০, নভেম্বর ১১, ২০২২

হেমন্তিনী


ভালোবাসার তরী বাইছেন সেন্ট ভ্যালেন্টাইন।

১১:১১, ফেব্রুয়ারী ১৪, ২০২২

ভালোবাসার তরী বাইছেন সেন্ট ভ্যালেন্টাইন।


Lata Mangeshkar Passes Away: চোখের জলে বিদায় কিংবদন্তি লতা মঙ্গেশকরের

১৬:৩৫, ফেব্রুয়ারী ৮, ২০২২

Lata Mangeshkar Passes Away: চোখের জলে বিদায় কিংবদন্তি লতা মঙ্গেশকরের


বাংলা ভাষার উৎপত্তি | বাংলা ভাষার ইতিহাস | History Of Bengali Language

১৭:৫৩, ফেব্রুয়ারী ৩, ২০২২

বাংলা ভাষার উৎপত্তি | বাংলা ভাষার ইতিহাস | History Of Bengali Language