শিরোনাম
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় জেলা সংবাদদাতা | ১৭:৪৮, মার্চ ১২, ২০২৩ | 47
গত শুক্রবার পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম (কাদিয়ান) সম্প্রদায়ের তিনদিন ব্যাপী বার্ষিক সালানা জলসাকে কেন্দ্র করে ঘটে যাওয়া সংঘর্ষ ও ঘরবাড়ি,দোকান, ট্রাফিক পুলিশ অফিস পুড়ে দেয়ার ঘটনায় ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে পঞ্চগড় সদর থানায় ১১টি ও বোদা থানায় অপর দুটি ২টি মামলা দায়ের করেছে পুলিশ ও বিক্ষুব্ধ ব্যক্তি।
ঘটনার এক সপ্তাহ পেরুলেও পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার (৯ মার্চ) থমথমে অবস্থা বিরাজ করছে। জেলা শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন সজাক দৃষ্টিতে অবস্থান
এদিকে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পঞ্চগড় জেলা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম।
তিনি জানান, শুক্রবারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা গ্রেফতার আতঙ্ক থাকলেও প্রকৃত দুষ্কৃতিকারীদের ছাড়া নিরীহ কাউকেই গ্রেফতার করা হচ্ছে না। ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের আটকে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
Developed By Muktodhara Technology Limited