শিরোনাম
কনক কুমার প্রামানিক | ১২:২৩, মার্চ ১৩, ২০২৩ | 18
অস্থিরতা
কনক কুমার প্রামানিক
অস্থিরতা চারিদিকেই
শরীর মন জুড়ে,
অস্থির মনে বেজায় চাপ
মাথাটা যায় ঘুরে।
পণ্যের বাজারে অস্থিরতা
কূল কিনারা নাই,
মধ্যবিত্তের নাভিশ্বাস
করছে হায় হায়।
অস্থিরতায় ভরা হৃদয়
চিন্তা ভরপুর,
অশান্তি কভু পিছু ছাড়েনা
ব্যথা রাতদুপুর।
Developed By Muktodhara Technology Limited