image
image
image
image
image
image

আজ, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ইং

 বাংলাওয়াশ করতে দুপুরে মাঠে নামছে টাইগাররা

  ক্রীড়া ডেস্ক    |    ১১:৫৪, মার্চ ১৪, ২০২৩   |    14




 বাংলাওয়াশ করতে দুপুরে মাঠে নামছে টাইগাররা

 

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে চলমান টি-টুয়েন্টিতে সিরিজ জিতবে সাকিবের দল; এতটা আশা ছিল না ক্ষোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনেরও। গত রবিবার রাতে নাজমুল হাসান পাপন তা অকপটে স্বীকার করেছেন।

বিসিবি সভাপতি একা নন, ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বিজয়ের চিন্তা করেননি অতিবড় বাংলাদেশের ভক্তও। কিন্তু টাইগাররা সবার চিন্তা ছাপিয়ে, ভাল খেলে যোগ্য দল হিসেবেই প্রথম ২ ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে।

এখন শেষ ম্যাচটির সে অর্থে গুরুত্ব ও আবেদন কমে গেছে। শেষ ম্যাচটি এখন দুই দলের কাছে দুই রকম আবেদন নিয়ে এসেছে। বাংলাদেশের কাছে আজ (মঙ্গলবার) তৃতীয় ও শেষ টি টুয়েন্টি ম্যাচটি হলো ইংলিশদেরকে ‘বাংলাওয়াশের’ ম্যাচ।

সাকিবের দল জিতলেই জস বাটলারের দল হবে ধবল-ধোলাই। আর ইংলিশদের কাছে এ ম্যাচ ‘বাংলাওয়াশ’ এড়ানোর লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নের তকমা গায়ে বাংলাদেশের মাটিতে বাংলাওয়াশ এড়ানোর ম্যাচ। এখন দেখা যাক আজ বিকালে শেরে বাংলায় কি হয়, বাংলাওয়াশ নাকি বাংলাওয়াশ এড়ানো?

খেলা না দেখা যে কেউ হয়তো ভাবছেন, বাংলাদেশতো ঘরের মাঠে স্লো-লো আর টার্নিং ট্র্যাকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকেও টি-টুয়েন্টি ফরম্যাটে সিরিজ হারিয়েছে।

তারপরও রবিবার অফস্পিনার মিরাজের ক্যারিয়ার সেরা (৪/১৪) বোলিংয়ের কথা শুনে হয়ত মনে মনে ভাবছেন, ওহ তাহলে স্পিন ট্র্যাকেই বুঝি ইংলিশ বধ করলো সাকিবের দল! আসলে কিন্তু তা নয়। ২০২১ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া (৪-১) আর নিউজিল্যান্ডকে (৩-২) বাংলাদেশ হারিয়েছিল একদম স্লো, লো আর টার্নিং পিচে।

কিন্তু এবারের উইকেট আগের মতো অত স্লো, লো আর টার্নিং ছিল না। রবিবার মিরপুরের শেরে বাংলার পিচে বল একটু দেরিতে ব্যাটে আসলেও অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেটের মত অত স্লো, লো আর টার্নিং ছিল না। আর চট্টগ্রামের পিচ তো বেশ ভালোই ছিল। সেখানে জস বাটলারের দলকে ১৫৬ রানে থামিয়ে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। সেটা নিজেদের শক্তি ও সামর্থ্য দিয়ে। অনুকূল উইকেটকে কাজে লাগিয়ে নয়।

কাজেই এবার আর উইকেটের সুবিধা কাজে লাগিয়ে নয়, মাঠে সেরা ক্রিকেট খেলেই সিরিজ জিতেছে বাংলাদেশ। ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার এরমধ্যে এমনটাই বলেছেন। দ্বিতীয় ম্যাচে ১১৭ রানে অলআউট হওয়ার পর উইকেটের দোষ না দিয়ে বরং বাংলাদেশের বোলিংকে ‘আউটস্ট্যান্ডিং’ আখ্যা দিয়েছেন বাটলার।

আগের ২ ম্যাচের চালচিত্র খেয়াল করলেই পরিষ্কার হবে, দুই খেলাতেই বোলাররা জয়ের মঞ্চ সাজিয়েছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তরুণ পেসার হাসান মাহমুদ একদম শেষ দিকে ১৭ আর ১৯ ওভারে অধিনায়ক জস বাটলারের উইকেটসহ দুইজনকে আউট করে এবং শেষ ২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ইংলিশ স্কোরকে ১৫০‘র ঘরে আটকে রাখেন। না হয় সেটা ১৭০ ছাড়িয়ে যেতে পারতো। আর দ্বিতীয় ম্যাচে মিরাজের মাপা অফস্পিনেই দিশেহারা হয়েছে বাটলার বাহিনী।

মোটকথা, বোলারদের সুনিয়ন্ত্রিত বোলিংয়ের ওপর ভর করেই সিরিজ জিতেছে বাংলাদেশ। আজ মঙ্গলবার শেষ ম্যাচেও টাইগারদের সাফল্য-ব্যর্থতা নির্ভর করবে বোলারদের ওপর। বোলাররা আগের দুই ম্যাচের মত জায়গা মতো বল ফেলতে পারলে ইংলিশদের আরও একবার পর্যুদস্ত করা সম্ভব হবে।

সাকিব, মিরাজ, মোস্তাফিজ আর হাসান মাহমুদরা কি পারবেন তা করে দেখিয়ে ইংলিশদের বাংলাওয়াশ করতে?



রিলেটেড নিউজ

 বাংলাওয়াশ করতে দুপুরে মাঠে নামছে টাইগাররা

১১:৫৪, মার্চ ১৪, ২০২৩

 বাংলাওয়াশ করতে দুপুরে মাঠে নামছে টাইগাররা


 ন্যূনতম ১০ ওভারের ইনিংস

১২:১৪, নভেম্বর ৮, ২০২২

 ন্যূনতম ১০ ওভারের ইনিংস


বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৫১

১৭:৪৭, নভেম্বর ২, ২০২২

বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৫১


ক্রিকেট ব্যাটে  গ্রামের রুপ বদল

১৮:৪৭, নভেম্বর ১, ২০২২

ক্রিকেট ব্যাটে গ্রামের রুপ বদল


 জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ

২০:২৮, অক্টোবর ৩০, ২০২২

 জিম্বাবুয়েকে হারাল বাংলাদেশ


আরও পড়ুন

হালিশহরে চোরাইকৃত ৫টি অটোরিকশা উদ্ধার, চক্রের ০৭ জন আটক

১৬:৫৭, মার্চ ২৩, ২০২৩

হালিশহরে চোরাইকৃত ৫টি অটোরিকশা উদ্ধার, চক্রের ০৭ জন আটক


রুশ ড্রোন হামলায় নিহত ৮

১১:৫০, মার্চ ২৩, ২০২৩

রুশ ড্রোন হামলায় নিহত ৮