শিরোনাম
ফরিদ মিয়া নান্দাইলঃ | ১৭:৫৬, মার্চ ১৪, ২০২৩ | 47
ময়মনসিংহ নারী আসনের সাবেক সফল মাননীয় সংসদ সদস্য নান্দাইলের কৃতি সন্তান বর্তমান ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের মাননীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের মা মিসেস জাহানারা খানম উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসাবে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে শনিবার (৩০জুলাই) বিদ্যালয়ে প্রথম সভা করে দায়িত্ব গ্রহন করেছেন। উল্লেখ্য, তিনি এই বিদ্যালয়ের সাবেক ছাত্রী ছিলেন। আরও উল্লেখ্য, এই সফল নারী নেত্রী নান্দাইলের শিক্ষার মান উন্নয়নে এক সাথে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে দায়িত্বরত আছেন। প্রতিষ্ঠান সমূহ হচ্ছে, মুসুলী কলেজ, নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, জাহাঙ্গীরপুর সিনিয়র আলিম মাদ্রাসা ও বাহাদুরপুর উচ্চ বিদ্যালয়।
Developed By Muktodhara Technology Limited