শিরোনাম
শেরপুর প্রতিনিধি: | ১২:০৬, মার্চ ১৫, ২০২৩ | 42
শেরপুরে ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন, পাঠদান সহজকরণ ও স্কুলকে আকর্ষন করতে অনুষ্ঠিত হলো শিক্ষা উপকরণ মেলা।মঙ্গলবার(১৪ মার্চ) সকালে শেরপুর সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহমুদুল হক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবাইদুল্লাহ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্রাম হোসেনসহ জেলার ৫ উপজেলার শিক্ষা অফিসের স্টলে জেলার শত শত শিক্ষাথী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষা উপকরণ ছাড়াও প্রাথমিক স্বাস্থ্য বার্তা, দেশের সার্বিক উন্নয়নের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।
এদিকে মেলা চলাকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Developed By Muktodhara Technology Limited