শিরোনাম
ক্রীড়া প্রতিবেদক | ১২:১৫, মার্চ ২১, ২০২৩ | 49
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের শুরুটা হলো দুর্দান্ত। গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধে চার গোল করা মেয়েরা দ্বিতীয়ার্ধে জালের দেখা পান আরও চারবার। তাতে প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল রাশিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের আত্মবিশ্বাসও বাড়িয়ে নিল গোলাম রব্বানী ছোটনের দল। বড় এই জয়ে সাগরিকা করেন দুই গোল। এ ছাড়া ভুটানের জালে বল পাঠিয়ে উদযাপন করেছেন তৃষ্ণা, থুইনুও।
এদিকে দিনের প্রথম ম্যাচে নেপালকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। জয় পাওয়া দলের হয়ে হ্যাটট্রিক করেন শিলজি শাহজি। বাকি গোলটি আসে পূজার সৌজন্যে। এবারের আসরে ভারতও দারুণ শক্তিশালী দল। তবে বাংলাদেশের মূল চিন্তাটা রাশিয়াকে নিয়ে। রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
সেই পরীক্ষায় উতরে যেতে পারলে হয়তো সামনে ভালো কিছুই আশা করতে পারেন মেয়েরা। বয়সভিত্তিক এই প্রতিযোগিতা ১৫ বছর বয়সীদের নিয়ে হয়েছিল আগে। ২০১৭ সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল বাংলাদেশ। পরের দুই আসরে ভারত এবং সব শেষ ২০২২ সালে সেরা হয়েছিল নেপাল। এবারই প্রথম হচ্ছে অনূর্ধ্ব-১৭ বছর বয়সীদের নিয়ে। যেখানে স্বাগতিক বাংলাদেশও ফেভারিট।
Developed By Muktodhara Technology Limited