শিরোনাম
(ময়মনসিংহ) প্রতিনিধি:: | ১২:৩৮, মার্চ ২১, ২০২৩ | 48
ময়মনসিংহ জেলার ফুলপুর থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন মহোদয় শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা হিসাবে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মাছুম আহম্মেদ ভুঞা (পিপিএম) মহোদয় পুরষ্কার বিতরণ করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন মহোদয় ফুলপুর থানায় যোগদানের পর থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে যাচ্ছেন। তিনি অপরাধ দমন সহ নানা মুখি সামাজিক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সচেতনতা মূলক সভা-সেমিনার পরিচালনা করা এবং যুব সমাজকে মাদক মুক্ত রাখতে বিভিন্ন ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন।
এছাড়াও ১ ট্রাক চোরাইকৃত তেল উদ্ধার, আন্তঃজেলা মাদক ব্যবসায়ী গ্রেফতার,চুরি যাওয়া ১২ লক্ষ টাকা ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। এছাড়াও হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার, নিয়মিত গ্রেফতারি পরোয়ানা তামিল সহ বিভিন্ন অপরাধের সঠিক তদন্ত করে, সকলের আস্থাভাজন হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
ইতিমধ্যে আনুমানিক ৪০ জন হারিয়ে যাওয়া মানুষকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছেন। যাহা ফুলপুরে চাঞ্চল্যকর ও নজির বিহীন ইতিহাস সৃষ্টি করেছে।
Developed By Muktodhara Technology Limited