শিরোনাম
নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। | ১২:১৮, মার্চ ২২, ২০২৩ | 64
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের (নোহা) সংঘর্ষে ২জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, মাইক্রো বাস চালক সালাম মিয়া(৩৭) ও মাইক্রো বাসের মালিক আবুল কালামের মা জয়তুন নেছা(৫৫)। রবিবার ১৯ মার্চ ২০২৩ ইং, সকালে কমলগঞ্জ উপজেলার শমসেরনগর রেলওয়ে স্টেশনের ডাউন আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটি রেল লাইনে উঠার সাথেই ইঞ্জিন বিকল হয়ে যায়। এসময় গাড়ি চালকসহ এক নারী যাত্রী গাড়ি থেকে দ্রুত বের হয়ে নোহা মাইক্রোবাসের পাশে দাড়ান।
এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের ধাক্কায় নোহা মাইক্রোবাসটি তাদের উপরে গিয়ে পড়ে তারা গুরুতর আহত হন। রেল ক্রসিংটি দীর্ঘদিন থেকে অরক্ষি অবস্থায় রয়েছে।
শমশেরনগর রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনটি রবিবার সকালে শমসেরনগর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় সাদা রঙের একটি নোহা মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ- ৫৪-০৯৯৮) শমসেরনগর এয়ারপোর্ট রোড থেকে মোকামবাজার বাইপাস সড়কে যাওয়ার সময় অরক্ষিত ক্রসিং দিয়ে রেল লাইন অতিক্রম করছিল। মাইক্রোবাসটি রেলের ওপর ওঠে স্টার্ট বন্ধ্ হয়ে গেলে বিপরীতমুখী ট্রেনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
শমসেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার উত্তম কুমার দেব বলেন, সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনের সঙ্গে এ সংঘর্ষ হয়। অরক্ষিত লেভেল ক্রসিং দিয়ে যানবাহন পারাপার নিষিদ্ধ করে দুইদিকে পাকা খুঁটি স্থাপন করা হলেও অবৈধভাবে ছোট আকারের যানবাহন পারাপার হয়। বিষয়টি রেলের সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে।
Developed By Muktodhara Technology Limited