image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৮ মে ২০২৩ ইং

এক রাতেই সাতটি গরু চুরি 

মোহাম্মদ বাবুল হোসেন পঞ্চগড়;    |    ১২:২২, মার্চ ২২, ২০২৩   |    53




এক রাতেই সাতটি গরু চুরি 

 

  পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতেই সাতটি গরু চুরি হয়েছে। গত শনিবার (১৮ মার্চ) উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারি এলাকার ফরিদুল ইসলামের বাড়ি থেকে এই চুরির ঘটনা ঘটে।

 

 

 

চুরি হওয়া গরুর মালিক জানান, অন্য দিনের মতো রাত ১০ টায় তারা ঘুমিয়ে পড়েছিলেন। সকাল ৬টায় ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং ঘরে কোন গরু নেই। চুরি হওয়া সাতটি গরুর আনুমানিক মূল্য ৫ লাখ টাকা। 

 

 

 

গরুর মালিক জানান, সকালেই তিনি বিষয়টি জানাতে দেবীগঞ্জ থানায় গেলে ডিউটি অফিসার চুরির বর্ণনা শুনে নাম ঠিকানা লিখে নেন। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ তদন্ত করতে আসেননি।

 

এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জামাল হোসেন বলেন, চুরির বিষয়টি শুনেছি তবে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য, সম্প্রতি উপজেলা জুড়ে শতাধিক গরু চুরির ঘটনা ঘটলে গরু চুরির ঘটনায় মামলা হলেও পুলিশি তদন্তে ধীর গতির কারণে অধরাই থাকছে গরু চুরির মামলা ।



রিলেটেড নিউজ

শেরপুরে ১ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ১ যুবক গ্রপ্ত

১৭:২৫, মে ৫, ২০২৩

শেরপুরে ১ হাজার পিস ইয়াবা টেবলেটসহ ১ যুবক গ্রপ্ত


এক রাতেই সাতটি গরু চুরি 

১২:২২, মার্চ ২২, ২০২৩

এক রাতেই সাতটি গরু চুরি 


পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

১৭:৫০, মার্চ ১৪, ২০২৩

পঞ্চগড়ে শিশুসন্তানকে আছড়ে হত্যা, বাবার মৃত্যুদণ্ড