image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৮ মে ২০২৩ ইং

পঞ্চগড়ে তিনদিন ব্যাপী বারুণী মহাস্নান উৎসব চলছে মঙ্গলবার সমাপ্তি 

মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:    |    ১২:২৫, মার্চ ২২, ২০২৩   |    37




পঞ্চগড়ে তিনদিন ব্যাপী বারুণী মহাস্নান উৎসব চলছে মঙ্গলবার সমাপ্তি 

 

 সূর্যোদয়ের সাথে সাথে জেলার বোদা উপজেলার বোয়ালমারীর করতোয়া নদীতে হিন্দু ধর্মালম্বীদের এই উৎসব শুরু হয়। 

দিনের আলো ফুটতে না ফুটতেই হিন্দু সপ্রদায়ের পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীরা এসে জড়ো হয় করতোয়া নদীর তীরে। দল বেধে তারা করতোয়ার উত্তরমূখী স্রোতে  স্নান শুরু করে। 

 

সনাতন ধর্মমতে মধুকৃষ্ণা ত্রিদশী তিথির এই তিন দিনে নদীর উত্তরমুখী  স্নান করলে পাপ মোচন হয়। দেহ-মনকে পরিশুদ্ধ করতে অনেকে মাথার চুল বিসর্জন দেয়, পূজাআর্চনা করে। স্নানমন্ত্র পাঠ করে হাতে বেল পাতা, ফুল, ধান, দূর্বাঘাস, হরীতকী, কাঁচাআম, ডাব, কলা ইত্যাদি অর্পনের মাধ্যমে স্নান সম্পন্ন করে তারা। 

 

পিতা-মাতার স্বর্গবাসে এই  জরুরী মনে করেন হিন্দু ধর্মালম্বীরা। জেলার বিভিন্ন এলাকাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ সনাতন ধর্মালম্বী অংশ নেয় এই  উৎসবে। 

প্রতি বছরের মত এবারও স্থানীয় গঙ্গা মন্দির কমিটি বারুণী  উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহি মেলার আয়োজন করে। আগমী মঙ্গলবার সূর্যাস্ত পর্যন্ত চলবে এই পুণ্যস্নান উৎসব।



রিলেটেড নিউজ

চন্দনাইশে সড়ক কেটে পুকুর খননে বাধাঁ দেয়ায় হত্যার হুমকি

১১:০১, মে ১০, ২০২৩

চন্দনাইশে সড়ক কেটে পুকুর খননে বাধাঁ দেয়ায় হত্যার হুমকি


 বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা

১১:২০, মে ৭, ২০২৩

 বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা


যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২১

১১:২৫, মে ৪, ২০২৩

যশোরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১, আহত ২১