শিরোনাম
প্রেস বিজ্ঞপ্তি | ১৩:০২, মার্চ ২২, ২০২৩ | 87
জনপ্রিয় সংগীতশিল্পী সায়েরা রেজা বহু জননন্দিত গান উপহার দিয়েছেন। চলচ্চিত্রের গানের জন্য বাবিসাস অ্যাওয়ার্ড,এজেএফবি স্টার অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরুস্কার পেয়েছেন তিনি।
এই গায়িকা "এক সমুদ্র ভালোবাসা" নামক নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন।
গানের শিরোনাম "তুই ছাড়া বল কে আছে আর,এতো ভালোবাসবে আমায়"
গানের কথা সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস কে সাগর শান। রেনস মাল্টিমিডিয়া ও এফ এম মিডিয়া যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা।
মঙলবার (২০ মার্চ ) রাজধানীর নিকেতনস্থ এস কে স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
জানা গেছে, হুরে জান্নাত ও ফরহাদ হোসেন মজুমদার প্রযোজিত, আবুল হোসেন মজুমদারের কাহিনী, সাজ্জাদুর রহমান বাদল পরিচালিত ‘এক সমুদ্র ভালোবাসা’ সিনেমায় গানটি ব্যবহার করা হবে। এতে সায়েরা রেজার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী এস কে সাগর শান ।
এ প্রসঙ্গে সায়েরা রেজা বলেন, এটি একটি অসাধারণ রোমান্টিক গান। আমি মনে করি, গানটি বাংলা গানে আরও একটা মাইলফলক হবে। দর্শক অনেকদিন গানের কথা মনে রাখবেন।
Developed By Muktodhara Technology Limited