শিরোনাম
কে এম রুবেল চট্টগ্রাম প্রতিনিধি | ১৬:৫৭, মার্চ ২৩, ২০২৩ | 112
জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন (৩২), পিতা-মোঃ তোফাজ্জল হোসেন, মাতা-মৃত পারুল
বেগম, সাং-বায়নগর (বেপারী বাড়ী), মালিগাঁও ইউপি, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা,
বর্তমানে-বি-বøক, অন্ধ ফকিরের মাজারের মোড়, আলমগীরের ভাড়াটিয়া, থানা- হালিশহর, জেলা-
চট্টগ্রাম থানায় হাজির হইয়া মৌখিকভাবে জানান যে, তিনি একজন ব্যবসায়ী। তাহার
মালিকানাধীন ০২টি বিভাটেক অটোরিক্সা রহিয়াছে। ০১টি অটোরিক্সা মোঃ ইমরান (২৭) ভাড়ায়
চালায়, আরেকটি মোঃ রুবেল (৩২) ভাড়ায় চালায়। গত ১৩/০২/২০২৩ইং তারিখ রাত অনুমান ২০.০০ ঘটিকার সময় অটোরিক্সা চালক মোঃ ইমরান (২৭) তার চালিত অটোরিক্স নিয়ে হালিশহর থানাধীন
আশ্চার্যপাড়া পলিটেকনিক্যাল কলেজের সামনে রেখে রেল লাইনের একপাশে প্রাকৃতিক ডাকে সাড়া
দিতে গেলে অজ্ঞাতনামা চোরেরা অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়।
পুনরায় গত ইং ২০/০৩/২০২৩ তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় হালিশহর থানাধীন
আই-বøক কাঁচা বাজারের মোড় হইতে জনৈক মোঃ রুবেল (৩২) তাহার মালিকীয় অটোরিক্সায় ০১ জন
অজ্ঞাতনামা যাত্রী একটি চাউলের বস্তা নিয়ে হালিশহর থানাধীন বিডিআর মাঠের সামনে যাইবে বলে ভাড়া করিয়া অটোরিক্সায় উঠে। মোঃ রুবেল উক্ত অজ্ঞাতনামা যাত্রীকে নিয়ে ইং ২০/০৩/২০২৩ তারিখ রাত
অনুমান ০৯.৪৫ ঘটিকার সময় হালিশহর নিউ এ-বøক শিশু পল্লীর সামনে জামে মসজিদের পাশে আজিজ মঞ্জিল বিল্ডিংয়ের সামনে পৌছিলে অজ্ঞাতনামা যাত্রী বিল্ডিংয়ের নিচে দাড়াঁইতে বলে। অজ্ঞাতনামা যাত্রী তাহার কোমড়ের ব্যথার কথা বলিয়া অটোরিক্সার চালক মোঃ রুবেলকে যাত্রীর সাথে
চাউলের বস্তাটি বিল্ডিংয়ের ২য় তলায় উঠাইয়া দিতে বলিলে সে অটোরিক্সাটি উক্ত স্থানে রেখে সরল
বিশ্বাসে চাউলের বস্তাটি বিল্ডিংয়ের ২য় তলায় পৌছায় দিতে উক্ত বিল্ডিংয়ের ২য় তলায় উঠিয়া
পিছনে অজ্ঞাতনামা যাত্রীকে দেখিতে না পাইয়া সে উক্ত বিল্ডিংয়ের সিড়িঁর জানালা দিয়ে নিচের
দিকে তাকালে দেখিতে পান যে, তাহার দ্বারা চালিত অর্থাৎ তাহার মালিকানাধীন বিভাটেক
অটোরিক্সা যাত্রীবেশী চোর পূর্ব হইতে ঘটনাস্থলে উৎ পেতে থাকা তাহার সঙ্গীয় ০২ জন চোরসহ
চুরি করিয়া নিয়া যাইতেছে। চালক রুবেল চাউলের বস্তাটি রেখে নিচে নামতে নামতে অজ্ঞাতনামা
যাত্রীবেশী চোর দ্রæত গতিতে অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়।
Developed By Muktodhara Technology Limited