শিরোনাম
নিউজ ডেস্ক | ২৩:৪০, মার্চ ২৪, ২০২৩ | 260
দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহুর্তে সড়কে কাটাতে হচ্ছে।
এই সময়ে রোজাদারদের স্বস্তি দিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক হাসানুল আলম চৌধুরী সবুজের পক্ষ হতে ১,২,৩,৭,৮ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয় অসহায় গরীব দুস্থ পথচারীদের মাঝে।
আজ শুক্রবার (২৪ই মার্চ) বিকাল ৫.৩০ মিনিটে চট্টগ্রাম বায়জীদ বোস্তামি থানাধীন অক্সিজেন মোড়ে পথচারী,অসহায় দুস্থ মানুষদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সারা রমজান মাস পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ চলমান থাকবে।
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অর্থ সম্পাদক ও মহানগর যুবলীগের সংগঠক হাসানুল আলম চৌধুরী সবুজ বলেন, “সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা এ উদ্যোগ নিয়েছি। ইফতারের ঠিক আগের মুহুর্তে আমাদের ছাত্রলীগের কর্মীরা চট্টগ্রামে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বুথের মাধ্যমে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে। আবার গণপরিবহনে উঠে রোজাদারদের মাঝেও ইফতার বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালবাসা পাচ্ছি।” ইফতার বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-,মহানগর ছাত্রলীগ নেতা মাইনুদ্দিন হোসাইন,বায়েজীদ থানা ছাত্রলীগের ১ নং যুগ্ন আহবায়ক মোঃ রুবেল খান, ছাত্রলীগ কমিটির আহবায়ক কামরুল হাসান,২ নং জালালাবাদ ছাত্রলীগ নেতা বাপ্পি,আরিফুল ইসলাম, নাঈম উদ্দিন,বায়েজীদ থানা যুবলীগ নেতা রমজান আলী,মুন্না,আকরামুল ইসলাম কিবরিয়া সহ আরও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ছাত্রলীগ নেতা হাসানুল আলম চৌধুরী সবুজ প্রতি বছরই অসহায় দুস্থ মানুষদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন।
Developed By Muktodhara Technology Limited