শিরোনাম
(ময়মনসিংহ) জেলা প্রতিনিধি: | ১৫:৪১, মার্চ ৩১, ২০২৩ | 34
ময়মনসিংহের ফুলপুরে প্রতিনিয়ত পুরো রমজান মাসে ইফতার বিতরণ করবে সে প্রতিজ্ঞা ব্যাক্ত করেন সোশ্যাল মিডিয়ায় বহুল আলোচিত একটি অরাজনৈতিক গঠন ফুলপুর পরিবার।তারই ধারাবাহিকতায়( ৩০শে মার্চ২০২৩ইং)রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রতিদিনের ন্যায় ফুলপুর উপজেলা সংলগ্ন হালুয়াঘাট রোডস্থে গরিব খেটে খাওয়া, দু:স্থ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ফুলপুর পরিবার গ্রুপের সদস্যরা এ সময় বলেন আমরা ফুলপুর পরিবারের সদস্যরা পুরো রমজান মাসে গরিব দুঃখী,অসহায় মানুষের কথা চিন্তা করে ২টাকার বিনিময়ে ইফতার বিতরণ করার উদ্যোগটি গ্রহন করে থাকি এবং আরও প্রতিজ্ঞা করেছি ৩০শে রমজান পর্যন্ত তা চলমান থাকবে।
তারা আরও বলেন আমরা শুধু রমজান মাসে ইফতার বিতরণ সেবা দিব তা নয়। আমাদের সাধ্যমত অনান্য মানবিক কাজ গুলো করতে চেষ্টা করে যাব সেচ্চায়। সেই প্রত্যাশা রেখে সবার কাছে দোয়া ও সহযোগীতা চাই।
ইতিমধ্যে উক্ত সময় ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা এম.সাজ্জাতুল হাসান ইউএনও মহোদয় সহ অনান্য অফিসার বৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিটিজেন জার্নালিস্ট জনাব বিল্লাল হোসেন ও সাংবাদিক বাহার উদ্দিন।
ফুলপুর পরিবার গ্রুপের এ্যাডমিন প্যানেলের সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন মো:তৌকির আহম্মেদ পান্না,মো:রিয়াজুল হাসান,মো:ইহেতেশাম মুসাদ্দিক ক্বিয়াস, মো:জাহিদুল হক জুমন,মো:নাসিম অন্তর,মো:মাহাদী হাসান হাসিব,মো:ফারদিন নিহাদ,মো:আরিফুল ইসলাম নিপুণ প্রমুখ।
Developed By Muktodhara Technology Limited