শিরোনাম
উমর ফারুক চট্টগ্রাম অফিস | ১৭:৩৬, এপ্রিল ৭, ২০২৩ | 85
কে এম রুবেল চট্টগ্রাম অফিস :
নগরীর নূর আহমদ সড়কস্থ চট্রগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে ঐতিহ্যবাহী দৈনিক শাহ আমানত পত্রিকার উদ্দেগে মাহে রমজান উপলক্ষ্যে আলোচনা সভা, রমজান শীর্ষক মতবিনিময়, ইফতার ও দোয়া মাহফিল ০৬ এপ্রিল, বৃহস্পতিবার,১৪রমজান বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে ও নবাগত নির্বাহী সম্পাদক কে এম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক রোটারিয়ান এম,এ আজিজ, উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক আবেদন পত্রিকার সম্পাদক লায়ন এম,এম ইউসুফ,জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক মনজুর আহমদ সোহেল, মুক্তিযোদ্ধার অব: কমান্ডার মোঃ হারুন চৌধুরী, রাজনীথিবিদ ও সমাজ সেবক মোঃ নুরুল আমিন সোহেল, জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সহ সভাপতি জাফরুল ইসলাম জাহিদ, সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক মুঃ বাবুল হোসেন বাবলা,এম,মুসলেহ উদ্দিন বাহার, দৈনিক শাহ আমানত পত্রিকার সিনিয়র সাংবাদিক আব্দুল মুমিন,ব্যবস্থাপনা সম্পাদক এনায়েত হোসেন, বিজ্ঞাপন ম্যানেজার মাহমুদ হারুন,শেখ মোঃ শাকিল,ইন্মানুয়েল গোমেজ
মোঃ ওমর ফারুক, মোঃ জাহেদ হোসেন ,আবুল খায়ের, আসরাফ উদ্দিন মিঠু বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের নগর নেতৃবৃন্দর মধ্যে মোঃ মোশাররফ হোসেন, আঃ রহিম, তাজুল ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন দীর্ঘ ২যুগের পুরাতন এই নিউজ পেপার কে গণমানুষের দর্পণ হিসেবে আবারও যেন প্রকাশিত হয় তাঁর জন্য সবার সহযোগিতা কামনা করছি।আর আমাদের সামনের পথ চলতে সকল পাঠক-লেখক, কবি ও সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
পরিশেষে বিশেষ দোয়া মাহফিল ও ইফতার পরিবেশিত হয়েছে।
Developed By Muktodhara Technology Limited