image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৮ মে ২০২৩ ইং

স্বচ্ছ রাজনীতিতে সফল ও মানবতার ফেরিওয়ালা শ্রমিক লীগ নেতা নুর কবির

চট্টগ্রাম অফিস :    |    ১২:১৭, এপ্রিল ১১, ২০২৩   |    50




স্বচ্ছ রাজনীতিতে সফল ও মানবতার ফেরিওয়ালা শ্রমিক লীগ নেতা নুর কবির

বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ স্বাধীন দেশ.  আমাদের বাংলাদেশ গনতন্ত্র চর্চা করে ও বিশ্বাস করে গনতন্ত্রের একটি অংশ হলো এ দেশে ৫ বছর পর পর নির্বাচন হয় আর নির্বাচনের মধ্য দিয়ে এদেশের জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে তাদের মত প্রকাশের মাধ্যমে জন প্রতিনিধিদের নির্বাচিত করে। এতেই প্রমাণিত হয় বাংলাদেশ গনতান্ত্রিক দেশ,আমাদের দেশের সরকার গঠন করে নির্বাচিত রাজনৈতিক দলের প্রধানরা, এ দেশের জনগন তাদের মূল্যবান ভোট দিয়ে জনপ্রতিনিধি / সরকার নির্বাচিত করে এ দেশের জন কল্যান মূলক কাজ করার জন্য দেশের নাগরিকদের দাবী  অধিকার সঠিক ভাবে বাস্তবায়ন দেশের আইন, দেশের অর্থনৈতিক শক্তি ইত্যাদি দেশের জনকল্যান মূলক কাজ করার জন্যেই সরকার গঠন করা হয়ে থাকে। বাংলাদেশে অনেক গুলো রাজনৈতিক সংগঠন আছে 
কিছু রাজনৈতিক সংগঠন আছে মাঠ পর্যায়ে আছে আবার কিছু সংগঠন নামে আছে কিন্তু কাজে নেই, বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দল গুলো তারা জনগনের কথা চিন্তা করে তারা শুধু নিজের দল গুলোকে ক্ষমতাই নিয়ে যাওয়ার চিন্তায় মগ্ন থাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন 
আর মাত্র কিছু দিন পর অনুষ্ঠিত হবে
আর এ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে আলোচনার তুঙ্গে নির্বাচক বিশ্লেষকরা 
কেমন হবে জাতীয় সংসদ  নির্বাচন এই নিয়ে চিন্তিত অনেক রাজনৈতিক সংগঠন গুলো 
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন  কেমন হওয়া প্রয়োজন  এই নিয়ে একান্ত সাক্ষাৎকারে দৈনিক আলোকিত দেশ কে  একান্ত সাক্ষাৎ কারে জন জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম ইপিজেড থানা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক    জনাব নুর কবির বলেন বাংলাদেশ গনতান্ত্রিক দেশ এটা আমি বিশ্বাস করি বলেই রাজনৈতি করি, রাজনিতি আসলে কি তা অনেকেই জানে না রাজনৈতি নেতা-কূর্মী হওয়া এত সহজ না, রাজনৈতির মানে এই না ক্ষমতাই যাওয়ার জন্য নিজের বিবেক নষ্ট করে দেওয়া যা ইতি মধ্যে বাংলার জনগন তা দেখেছে বাংলাদেশের মানুষ নতুন কিছু  আর দেখতে চায়না কারন  বাংলাদেশের মানুষ জামাত বিএনপি সরকারের সময় কথা বলার অধিকার হারিয়েছে তৎকালীন সময়ে  বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দাবি   অধিকার হারিয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের অধীনে বাংলার জনগন স্বাধীন মত প্রকাশ করার  অধিকার ফিরে পেয়েছে, শেখ হাসিনা সরকার অধীনে বাংলার জনগন নিজেদেরকে নিরাপদ বলে মনে করে বিধায় সফলতার সাথে শেখ হাসিনা সরকার তৃতীয়বারের দায়িত্ব পালন করছে, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পক্ষে কথা বলে জনগণের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা  নেতাকর্মীরা সর্বদা প্রস্তুত থাকে দেশের কল্যাণে কাজ করতে সর্বদা প্রস্তুত থাকে, আমি নুর কবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জননেত্রী শেখ হাসিনার দক্ষ দেশ পরিচালনায় মুগ্ধ হয়ে আমার নেতা হাজী জিয়াউল হক সুমন ভাইয়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করছি, আমার নেতা সুমন ভাই জনগণের পক্ষে কল্যাণে সর্বদা কাজ করছে আমি  তার এ ধরনের উদারতায় আমি মুগ্ধ আমি নুর কবির নিজেকে বাংলাদেশের এক গর্বিত সৈনিক মনে করি, আর এ নিজেকে গর্বিত মনে করার কারণ আমি বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের একজন কর্মী হতে পেরে, জাতীয় শ্রমিকলীগ মেহনতি, শ্রমজীবী মানুষের পক্ষে নিজেদেরকে উজার করে কাজ করে আমরা দেখেছি মহামারী করণাকালীন সময়ে সবাই যখন নিজেদের কে সুরক্ষা করার জন্য ব্যস্ত ঠিক তখনই অসহায় জনগণকে সুরক্ষা দেয়ার জন্য  আমার নেতা জিয়াউল হক সুমন ভাইয়ের নেতৃত্বে মাঠ পর্যায়ে কাজ করেছে জাতীয় শ্রমিক লীগের ইপিজেডে সকল নেতা কর্মীরা, আমি মনে করি শেখ হাসিনা সরকার বাংলাদেশে বারবার দরকার কারণ এদেশের কল্যাণ যদি কেউ করতে পারে তাহলে একমাত্র বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাই পারবে কারণ তার প্রত্যেকটা চিন্তা চেতনা এদেশের কল্যাণে ও জনগণের জন্য অন্যদের মতো নয়,আমি জনগনদের উদ্দেশ্যে বলতে চাই এদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে শেখ হাসিনার সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে পুনরায় সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য,বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনার হাত ধরে বহি বিশ্বে উন্নয়নের আরেক নাম বাংলাদেশ যোগ হয়েছে , 
সামনে জাতীয় সংসদ নির্বাচন, 
আর এ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে বাংলাদেশের সব রাজনৈতিক সংগঠন গুলো ব্যস্ত সময় পার করছে 

জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম ইপিজেড থানা আহবায়ক কমিটিরর যুগ্ম আহবায়ক  নুর কবির বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও বলেন বিএনপি জামায়াত সরকারের সময় বিরোধী দলের নেতা কর্মীদের উপর যে অত্যাচার করেছে তা বলার মত না, শেখ হাসিনা সরকারের অধীনে বাংলাদেশে সবাই যার যার ইচ্ছামত রাজনীতি করছে যা কোনো দিন অন্য সরকারের সময় হয়নি শেখ হাসিনা সরকার বিএনপি সরকারের মত বিরোধী দলের নেতাকর্মীদের উপর অত্যাচার হামলা মামলা করেনি বর্তমানে বাংলাদেশের রাজনীতি স্বচ্ছ রাজনীতিতে রয়েছে অতীতের তুলনায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন স্বচ্ছ ভাবে চাঙ্গা, শেখ হাসিনা সরকারের অধীনে সকল নির্বাচন  সুস্থ হয়েছে আগামী নির্বাচনে সুস্থ হবে, শেখ হাসিনা সরকার এ দেশের জনগনকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বিএনপি-জামাত জননেত্রী শেখ হাসিনা সরকারের সফলতাকে নষ্ট করার লক্ষ্যে তারা বিদেশীদের হাত ধরেছে এ দেশের সুনাম রক্ষার্থে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় শ্রমিকলীগ সহ সকল অঙ্গ সংগঠন প্রস্তুত রয়েছে, এক সময় বিএনপি'র রাজনীতির অপচর্চা এদেশকে ক্ষতিগ্রস্ত করেছে বিএনপির জামাত জনগণের পক্ষে রাজনীতি করেন না  তারা নিজেদের স্বার্থে রাজনীতির নামে জনগণকে বিপদ গ্রস্থ করে,  জাতীয় শ্রমিক লীগ এদেশের মেহনতি  মানুষের মূল্যায়ন ও দাবি আদায়ের লক্ষ্যে সর্বদা কাজ করে তাই আমি বলতে চাই জাতীয় শ্রমিক লীগ জনগণের কল্যাণের একটি প্রধান অংশ জাতীয় শ্রমিক লীগের ইপিজেড় থানা যুগ্ম আহবায়ক
নুর কবিরের  পরো নাম মো ঃ নুর কবির পিতা রফিকুল ইসলাম মাতা আয়েশা বেগম পিতা রফিকুল ইসলাম পেশায় একজন সরকারী চাকুরীজিবী কর্মরত ছিলেন বাংলাদেশ নৌ বাহিনীতে মো নুর কবির ৭ ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ১৯৮৮ সালের ৬ জুন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার জোডডা ইউনিউনের দক্ষিন শ্রিহাস্য গ্রামে মা আয়েশা বেগমের ঘর আলোকিত করে জন্ম গ্রহন করেন মো নুর কবির 
নুর কবির ২০০৫ এসএসসি ও ২০০৭ সালে এইস এসসি কুমিল্লা বোর্ড থেকে ২০১২ সালে ঢাকা নর্দান ইউনি ভার্সিটি থেকে এমবি এ সম্পর্ন করেন 
পিতা রফিকুল ইসলাম সরকারী চাকুরীজিবী হওয়ায় ২০০৩ সাল থেকে চট্টগ্রামে বসবাস নুর কবিরের নুর কবিরের পূর্বপরুষরা ভাষা আন্দোলনে ও সাধীনতার আন্দোলনে সরাসরি অবদান রাখেন
সে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে উজ্জীবিত হয়ে  রাজনীতি করেন নুর কবিরের পূর্বপুরুষরা পূর্ব পরুষদের মতো বঙ্গবন্ধুর শেখ মজিবুরের আর্দশে রাজনীতি কে ভালোবেসে নিজেকে বাংলাদেশ আওয়ামী লিগের রাজনীতিতে সম্পিক্ত করেছে নুর কবির ২০০৪ সালে 
নুর কবিরের স্কুল জীবন থেকে  নাঙ্গলকোট  ছাত্রলীগের রাজনিতী দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন ২০০৬ সাল থেকে কাউন্সিলর জিয়াউক হক সুমনের হাত দরে চট্টগ্রামে রাজনৈতিক কার্যক্রমে নিজেকে সক্রিয় রাখেন নুর কবিরনুর কবির বর্তমানে জাতীয় শ্রমিক লীগের ইপিজেড থানা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করছেন তিনি।বিভিন্ন সময়ে শ্রমিকদের ন্যায দাবি আদায়ের লক্ষে শ্রমিকদের কে এক সাথে কাজ করেছেন নুর কবির ২০১৬ সালে বৈবাহিক জীবনে পা রাখেন বর্তমানে নুর কবির ২ সন্তানের জনক



রিলেটেড নিউজ

গলাচিপায় কর্ম দক্ষতায় অনন্য পুলিশ অফিসার শোনিত গায়েন

১২:০২, নভেম্বর ৮, ২০২২

গলাচিপায় কর্ম দক্ষতায় অনন্য পুলিশ অফিসার শোনিত গায়েন


পলাশবাড়ীতে সাংবাদিকতা ছেড়ে  কবুতর পালনে স্বাবলন্বী মশিউর 

১৮:৪৬, অক্টোবর ৪, ২০২১

পলাশবাড়ীতে সাংবাদিকতা ছেড়ে  কবুতর পালনে স্বাবলন্বী মশিউর 


আদালতের রায় অমান্য করে স্টেটের জমি দখলের প্রতিবাদে গোমস্তাপুরে  সংবাদ সম্মেলন

২০:২৮, জুন ৯, ২০২১

আদালতের রায় অমান্য করে স্টেটের জমি দখলের প্রতিবাদে গোমস্তাপুরে সংবাদ সম্মেলন


গোবিন্দগঞ্জে মিথ্যা মামলায় জেল খাটায় সংবাদ সম্মেলণ

২০:০৫, জুন ৯, ২০২১

গোবিন্দগঞ্জে মিথ্যা মামলায় জেল খাটায় সংবাদ সম্মেলণ


রামপালে ৮ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধু মান্নিকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের

১৯:৩২, ডিসেম্বর ১৪, ২০২০

রামপালে ৮ মাসের অন্ত:সত্ত্বা গৃহবধু মান্নিকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের


মানব সভ্যতার ইতিহাসে কি ধর্ষণ ফ্যাক্ট

১৮:২৫, নভেম্বর ১২, ২০২০

মানব সভ্যতার ইতিহাসে কি ধর্ষণ ফ্যাক্ট