শিরোনাম
চট্টগ্রাম প্রতিনিধি: | ১৫:৫৪, এপ্রিল ১৪, ২০২৩ | 48
দেশের প্রথম বেসরকারি টেরিস্ট্রিয়াল টেলিভিশন হিসেবে যাত্রা এবং পরবর্তীতে স্যাটেলাইট চ্যানেল হিসেবে নতুন পরিচয়ে শুরুর পর নানা চড়াই-উৎরাই পেরিয়ে 'একুশে টেলিভিশন' পা রাখছে ২৪ তম বছরে। 'পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ' স্লােগানকে ধারন করে বস্তুনিষ্ঠ সংবাদ আর সৃজনশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বর্ষপূর্তির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয়।এসময় তিনি টেলিভিশনটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনার পাশাপাশি একুশে টেলিভিশনে কর্মরত সবার সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
এছাড়াও তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, যদি মানুষের মঙ্গলের জন্য আমাকে 'না' বলতে হয়, তাহলে পুলিশ কমিশনার হিসেবে আমি নির্দ্বিধায় 'না' বলতে পারি এবং Team- CMP' কেও সেভাবে পরিচালিত করার চেষ্টা করি। কারণ সৃষ্টিকর্তা মানুষের জন্য কাজ করার বিরল সুযোগ আমাদের দিয়েছেন, তাই তাদের জন্য কাজ করলে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজের জন্যও তৈরি হবে কিছু আত্মিক সুখ ও খুশির মূহুর্ত। এবং একুশে টেলিভিশনও দেশ ও মানুষের কল্যাণের কথা বলবে বোলে আশাবাদ ব্যক্ত করেন মান্যবর পুলিশ কমিশনার মহোদয়।
Developed By Muktodhara Technology Limited