শিরোনাম
শেরপুর প্রতিনিধি | ১৭:২৫, মে ৫, ২০২৩ | 11
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মাসুদ রানা ওরফে মিস্টার (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪মে) ভোররাতে উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পশ্চিম লংগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাসুদ ওই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে। একইদিন দুপুরে মাদক আইনের মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে শ্রীবরদী উপজেলার পশ্চিম লংগরপাড়া এলাকার মাসুদ রানা ওরফে মিস্টারের বাড়িতে অভিযান চালায়। ওইসময় ১ হাজার ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদক হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এ ব্যাপারে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান জানান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের নির্দেশনায় শেরপুরকে মাদকমুক্ত করতে কাজ করছে ডিবি পুলিশ। ইয়াবাসহ গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Developed By Muktodhara Technology Limited