image
image
image
image
image
image

আজ, রবিবার, ২৮ মে ২০২৩ ইং

শেরপুরে শারীরিক অক্ষম কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা 

শেরপুর প্রতিনিধি    |    ১৫:১৭, মে ৬, ২০২৩   |    10




শেরপুরে শারীরিক অক্ষম কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগের নেতাকর্মীরা 

 

শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের ফুলপুর গ্রামের শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ৪২ শতাংশ জমির ধান স্বেচ্ছাশ্রমের মাধ্যম কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামযা কনক ও তাঁর অনুসারীরা।বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা ওই কৃষকের ধান কেটে দেন।

ছাত্রলীগের এমন উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়ে কৃষক আজগর আলী বলেন, ‘ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক দিয়ে ধান কাটার মতো সামর্থ্য না থাকার কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। ”আমার বাবাগরে আল্লাহ মেলাদিন বাঁচাইয়া রাহুক।

ধান পাইক্কা গেছে তাও বাড়িত নিয়া আবার পাইতাছিলাম না। এসুমে আমার ছাত্রলীগের বাবারা ধান কাইটা বাড়িত আইন্না দিছে, আমি মেলা খুশি অইছি।”

ছাত্রলীগ নেতা কনক জানান, কৃষক বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের পরামর্শে এমন উন্নয়ন মূলক নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অপেক্ষাকৃত দরিদ্র কৃষকদের ধান কেটে দিতে মাঠে নেমেছি।

তিনি আরও জানান, দরিদ্র শারীরিক অক্ষম বর্গাচাষী আজগর আলীর ক্ষেতের ধান কাটার মাধ্যমে আমরা এই মিশন শুরু করেছি।

এরই ধারাবাহিকতায় উপজেলার অন্য কোন এলাকার দরিদ্র কৃষক যদি শ্রমিক সংকট ও দারিদ্রতার কারণে তাদের জমির ধান কাটতে সমস্যায় পড়েন, তাহলে আমরা ওই সকল কৃষকের জমির ধান কেটে তাদের বাড়ি পৌঁছে দিতে সদা প্রস্তুত আছি।

ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে কনক ও তাঁর অনুসারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিভিন্ন স্তরের জনগণসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

 



রিলেটেড নিউজ

শেরপুরে ভুট্টার বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি

১৫:১৪, মে ১৭, ২০২৩

শেরপুরে ভুট্টার বাম্পার ফলন: কৃষকের মুখে হাসি


যশোরে মামলার অর্ধেকই মাদকের

১৪:৫৯, মে ১৭, ২০২৩

যশোরে মামলার অর্ধেকই মাদকের


১৮ সালের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি

১২:৪৪, মে ১৭, ২০২৩

১৮ সালের নির্বাচনে কোনো অনিয়ম হয়নি : সিইসি


মরুভূমির সাম্মাম ফল চাষ হচ্ছে শেরপুরের গারো পাহাড়ে

১২:৩৪, মে ১৭, ২০২৩

মরুভূমির সাম্মাম ফল চাষ হচ্ছে শেরপুরের গারো পাহাড়ে