শিরোনাম
শেরপুর প্রতিনিধি | ১০:৪১, মে ১৫, ২০২৩ | 44
:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় জরিপ আলী (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার ১৪ মে সকালে উপজেলার নলকুড়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জরিপ আলী নলকুড়া গ্রামের মৃত অছিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শনিবার রাত ১ টার দিকে জরিপ আলী নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। রোববার সকালে খবর পেয়ে থানা পুলিশ জরিপ আলীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন,ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Developed By Muktodhara Technology Limited