শিরোনাম
যশোর প্রতিনিধি | ১৪:৫৯, মে ১৭, ২০২৩ | 34
সীমান্তবর্তি এ জেলায় যে শুধু মাদকের মামলাই বেশি তা নয়, দিনে দিনে মাদকের বিস্তারও বাড়ছে। মাদকের সাথে । মাদকের প্রভাবে প্রতিনিয়তই ঘটছে অসামাজিক কার্যকলাপও।যশোরে দায়ের হওয়া মামলার অর্ধেকের বেশিই মাদক সংক্রান্ত।ফেব্রুয়ারি মাসে জেলায় বিভিন্ন অপরাধে ৩১৮টি মামলা হয়েছে এর মধ্যে ১৬৪টিই ছিল মাদক সংক্রান্ত। জানুয়ারি মাসে ২৮০টি মামলার মধ্যে মাদক সংক্রান্ত ছিল ১৪৯টি। ২০২২ সালে ফেব্রুয়ারি মাসেও মাদক মামলার চিত্র ছিল অনুরূপ । ওই সময় ৩৭২ টি মামলার মধ্যে মাদকের মামলাই ছিল ২৫০টি।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছলতি বছরের ফেব্রুয়ারি মাসে ২১০টি অভিযান পরিচালনা করে ৭০টি মামলা দায়ের এবং ৭৫জনকে আসামি করা হয়েছে। এ সময় গাঁজা, ফেনসিডিল, তাড়ি, ভারতীয় মদ, ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়। গত বছরের একই মাসে ৩০টি মামলা করে অধিদপ্তর। এছাড়া চলতি বছরের জানুয়ারি মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২৩২টি অভিযান পরিচালনা করে। এ মাসে ৬৯ জনকে আসামি করে মামলা করা হয় ৬৮টি । এ মাসে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করা হয়। গতবছর একই মাসে অধিদপ্তর মাদক সংক্রান্ত মামলা করেছিল ৩৩টি ।
মামলার এ পরিসংখ্যান বলছে মাদক নিয়ন্ত্রণের চেষ্টা চললেও বিস্তার থেমে নেই। সবচেয়ে উদ্বেগের বিষয় মাদক ছড়িয়ে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হুমায়ুন কবীর জানান, জেলায় মাদক বন্ধে তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রতি নিয়তই তাদের অভিযান চলছে। মামলা, আটক-জব্দ চলছে, তবে তাদের জনবল ও অস্ত্রবল কম।
|
Developed By Muktodhara Technology Limited