শিরোনাম
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ | ১৮:১৫, ডিসেম্বর ১২, ২০১৮ | 870
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
“কমাতে হলে মাতৃমৃত্যু হার, মিডওয়াইফ পাশে থাকা একান্ত দরকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রশিক্ষণ হলে সিএসএস-অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের উদ্যোগে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফেরদৌসি আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শিবলী নোমান।
সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেসি অন সেফ মাদারহুড প্রকল্পের কোঅর্ডিনেটর শেখ কবির হোসেন। প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ট্রেনিং অফিসার মু: আলহাজ উদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মৌসুমী ইয়াসমিন, স্বাস্থ্য পরিদর্শক সর্দার আব্দুস সালাম, এফপিআই শেখ কামাল উদ্দিন, উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মাসুদা খাতুন, এফ ডব্লিউ ভি নাসিমা আক্তার, সিনিয়র স্টাফ নার্স বীনিতা রানী, সিবিও সদস্য সাথী বেগম ও শিউলি দাশ ।সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন অফিসার মুনিরা বিশ্বাস ও কনকলতা রায়।
সভা শেষে সিবিও নেটওয়ার্কের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌসি আক্তার এর নিকট ডিএসএফ কার্যক্রমের মান উন্নয়ন ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা নিরাপদ প্রসবের ব্যবস্থা নিশ্চিতকরণের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয় ।
Developed By Muktodhara Technology Limited