শিরোনাম
বাগেরহাট প্রতিনিধি | ১৯:১৯, মার্চ ২৭, ২০১৯ | 3196
বাগেরহাটে ঘরে ঢুকে বৃদ্ধাকে জবাই করে হত্যার ঘটনার মুল হোতাদের আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বাগেরহাট শহরে হোসনে আরা বেগম (৬০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছিলো দুর্বৃত্তরা। বৃহষ্পতিবার রাত সাড়ে নয়টার দিকে বাগেরহাট পৌরসভার দক্ষিণ সরুই এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। তবে কারা কি কারনে এই নারীকে হত্যা করেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। রাতেই বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হোসনে আরা বেগম বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকার মো. আব্দুর রহিমের স্ত্রী। তার স্বামী মো. আব্দুর রহিম গনপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ছিলেন। তিনি গত ১৮ মার্চ ওমরা হজ্ব পালন করতে বর্তমানে সৌদি আরবে রয়েছেন। চাকরির সুবাধে তার তিন ছেলে বাড়িতে কেউই থাকেন না। নিহতের ছোট বোন ঝর্ণা বেগম বলেন, আমার বড় ভাগ্নের ফোন পেয়ে তাদের বাড়িতে আসি। এসে দেখি বোনের রক্তাক্ত মরদেহ খাটের উপর পড়ে আছে। ঘরের সব দরজা খোলা। দুটি আলমারি ভাঙা। পরিবারের কোন সদস্য বাড়িতে না থাকার সুযোগে দুর্বৃত্তের দল ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল নিয়ে গেছে বলে ধারণা করছি। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, নিহতের স্বামীসহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে বৃহষ্পতিবার রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। পরে খবর পেয়ে থানা পুলিশ ও পিবিআই ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন।অবশেষে গতকাল রাতেই এই ঘটনার সাথে জড়িতদের বাগেরহাট শহর থেকে আটক করা হয়।
Developed By Muktodhara Technology Limited