শিরোনাম
আবদুল মোতালেব বাবুল: নোয়াখালী : | ১৯:৫৮, আগস্ট ৫, ২০১৯ | 2845
কেউ কথা দিয়ে কথা রাখেনি নির্বাচনী ওয়াদা পুরনে শতভাগ সফল মেয়র শহিদ উল্যা খান সোহেল। তিনি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে পৌর নাগরিকদের নিকট যে সমস্ত ওয়াদা করে ছিলেন নির্বাচনের পর কাজের মাধ্যমে শতভাগ সফল হয়েছে। অতীতে পৌর নির্বাচনে দেখা গেছে অনেক প্রার্থী পৌরবাসীর নিকট প্রতিশ্রæতি দিয়েও সে সমস্ত ওয়াদা রাখতে পারেননি। কিন্তু মেয়র শহীদ খান সোহেল নির্বাচনের পূর্বে দেয়া ওয়াদা গুলো শতভাগ সম্পন্ন করে তিনি পৌরবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি এসকল ওয়াদা পুরনে সক্ষম হয়েছেন। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করার পর দায়িত্ব গ্রহন করার পূর্বে পৌরসভার কয়েকটি ভাঙ্গাচুরা সড়ক ব্যক্তিগত ভাবে সংস্কার করে আলোচনায় এসেছেন। দায়িত্ব গ্রহনের পর পরেই তিনি সাংবাদিক,আইনজীবি ,প্রশাসনিক কর্মকর্তা ,পৌর নাগরিকসহ গুনী ব্যক্তিদের নিয়ে দফায় দফায় আলোচনার মাধ্যমে পৌরবাসীর নাগরিক সুবিধাসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগীতা কামনা করেন। দায়িত্ব গ্রহনের পর থেকে বর্তমান প্রায় ৩ বছরের মাথায় নোয়াখালী পৌরসভার হাসপাতাল সড়ক, সরকারী আবাসিক এলাকা, হরিনায়নপুর বাজার , দত্তের মোড় থেকে গরু বাজার ,হাজী কাজিম উদ্দিন ,মোক্তার মসজিদ,শ্রীপুর করিমপুর, সোনাপুর বার্ড নার্সিং এর পিছনের ,জেল খানা সড়ক , নোয়াখালী বিশ্ববিদ্যালয় সড়ক ও ইসলামিয়া সড়কসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল সড়ক কালভার্টসহ বিভিন্ন সড়ক টিকশই উন্নয়নের মাধ্যমে সর্ম্পন্ন করেছেন। এছাড়া পৌরবাজারে আধুনিক মার্কেট,সোনাপুর বাজারের উন্নয়নসহ মসজিদ,শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক কর্মকান্ডে উন্নয়ন সাধণ করেছেন তিনি। তার গতিশীল নেতৃর্ত্বে পৌরসভার প্রকৌশলী সুজিত বড়–য়া,সচিবসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এবং সকল ওয়ার্ডের কাউন্সিলর গন নাগরিক সেবা নিশ্চিত করতে সঠিক ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। পৌর মেয়র এছাড়াও পৌরবাসীর সুপ্রিয় পানি সরবারাহ বিভিন্ন সেবামুলক সম্পন্ন করে পৌরবাসীর একজন সেবক হয়ে দায়িত্ব পালন করছেন। তার এসকল কর্মকান্ডে পৌরাবাসীর সন্তুষ্টি শুনা যাচ্ছে। তারা বলছেন অতীতের কোন মেয়র নির্বাচনের র্পূবে কথা দিয়ে কথা রাখেনি। কিন্তু মেয়র সে সমস্ত ওয়াদা তা তিনি শতভাগ পুরন করে কথা রেখেছেন।
Developed By Muktodhara Technology Limited