টিকটক ও এ ধরনের বিভিন্ন অ্যাপসের কারণে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কপালে চিন্তার ভাজ পড়েছে। প্রতিদ্বন্দ্বী এসব সামাজিক মাধ্যমের কারণে ফেসবুকের বাজার মূল্য কমেছে এক-পঞ্চমাংশ। মার্ক জুকারবার্গ এর জন্য বিনিয়োগ ও পরিবর্তনশীল অনলাইন বিজ্ঞাপনকে দায়ী করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মার্ক জুকারবার্গ তার কোম্পানির নাম পরিবর্তন করে রেখেছেন মেটা। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এটি জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির আয় প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে। কারণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটির ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যা শুরু থেকেই তাদের বড় বাজার হিসেবে বিবেচিত। তাছাড়া অন্যান্য অঞ্চলেও এটির ব্যবহারকারী কমেছে।
টিকটক ও এ ধরনের বিভিন্ন অ্যাপসের কারণে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের কপালে চিন্তার ভাজ পড়েছে। প্রতিদ্বন্দ্বী এসব সামাজিক মাধ্যমের কারণে ফেসবুকের বাজার মূল্য কমেছে এক-পঞ্চমাংশ। মার্ক জুকারবার্গ এর জন্য বিনিয়োগ ও পরিবর্তনশীল অনলাইন বিজ্ঞাপনকে দায়ী করেছেন। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মার্ক জুকারবার্গ তার কোম্পানির নাম পরিবর্তন করে রেখেছেন মেটা। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এটি জানায়, গত বছরের চতুর্থ প্রান্তিকে কোম্পানিটির আয় প্রত্যাশার চেয়ে অনেক কম হয়েছে। কারণ এশিয়া প্যাসিফিক অঞ্চলে এটির ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। যা শুরু থেকেই তাদের বড় বাজার হিসেবে বিবেচিত। তাছাড়া অন্যান্য অঞ্চলেও এটির ব্যবহারকারী কমেছে।মেটার প্রধান সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে চতুর্থ প্রান্তকে প্রায় দুইশ কোটি স্বক্রিয় গ্রাহক ছিল। যা আগের প্রান্তিকের চেয়ে ১০ লাখ কম।
Developed By Muktodhara Technology Limited