মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গম মাড়াইয়ের মেশিন উল্টে আদর হোসেন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
সোমবার (২১ মার্চ) রাতে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত আদর হোসেন একই ইউনিয়নের গোয়ালগছ এলাকার আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাড়াই মেশিন নিয়ে মেরামতের জন্য আদরসহ চারজন শ্রমিক সিপাইপাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে তাদের মাড়াই মেশিনটি উল্টে যায়। এতে চারজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আদরকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এডি/ বি.পি
Developed By Muktodhara Technology Limited