image

সৃষ্টিকর্তার তরে

image

সৃষ্টিকর্তার তরে

সাদিয়া আফরোজ

 

 

কপালটা যার সিজদায় লুটে

সৃষ্টিকর্তার তরে,

হৃদয় ভরে ভক্তি করে

পূর্ণ্যে মন তার ভরে।

 

যিনি সৃষ্টি করলেন জগত

সৃষ্টি কুলের জন্য,

তাঁর কৃপা তো পেয়ে সবাই

হয়েছে ভাই ধন্য।

 

জগত মাঝে পাপী যত

সবাই লুটে পড়ে

সিজদায় গিয়ে মনের কষ্টে

নয়নের জল ঝড়ে।

 

পাপীর হৃদয় কঠিন হয় ভাই

থাকে না অনুতাপ,

অনুসূচনায় ভোগে না

তাই করে চলে পাপ।

 

কঠিন আত্মা চাই না আমরা

নরম থাকুক এ দিল,

সবার তরে ভালোবাসা

বিলাক মন অনাবিল।