image

চট্টগ্রা‌মের অ‌ভিজাত হো‌টেল ও‌য়েল পার্ক রে‌সি‌ডেন্স এর এক যুগ পূর্তি অনুষ্ঠান

image

নিজস্ব প্রতিবেদকঃ স্মার্ট চট্টগ্রাম গড়‌তে স্মার্ট ভূ‌মিকা রাখ‌বে ও‌য়েল পার্ক রে‌সি‌ডেন্স চট্টগ্রা‌মের অ‌ভিজাত হো‌টেল ও‌য়েল পার্ক রে‌সি‌ডেন্স এর এক যুগ পূর্তি অনুষ্ঠান নানান কর্মসূচীর মধ‌্য দি‌য়ে অনু‌ষ্ঠিত হয় গত ৭মার্চ মঙ্গলবার। এ উপল‌ক্ষে ও‌য়েল পার্ক রে‌সি‌ডেন্স এর সে‌মিনার ক‌ক্ষে অনু‌ষ্ঠিত প্রতিষ্ঠা বা‌র্ষিকীর আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ও‌য়েল গ্রæপ অব ইন্ডা‌স্ট্রিজ এর ব্যবস্থাপনা প‌রিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু ব‌লেন, ও‌য়েল গ্রæপ স্বাধীনতা‌ত্তোর সময়কাল থেকে দে‌শের উন্নয়ন অগ্রগ‌তি‌তে অংশীদা‌রি‌ত্বের স্বাক্ষর রে‌খে‌ চ‌লে‌ছে। ও‌য়েল গ্রæপ তার অর্থ‌নৈ‌তিক কর্মকান্ডের মধ‌্য দি‌য়ে দে‌শের মানু‌ষের মৌ‌লিক চা‌হিদার প্রায় সবগু‌লো ক্ষেত্রকে সমৃদ্ধ কর‌তে ভূ‌মিকা রে‌খে চ‌লে‌ছে।

 

 

বঙ্গবন্ধুকন‌্যার দুরদর্শী নেতৃ‌ত্বে দেশ যখন উন্নয়‌নের প‌থে অদম‌্য গ‌তি‌তে এ‌গি‌য়ে যে‌তে শুরু ক‌রে তখন চট্টগ্রা‌মের উন্নয়‌নের পা‌লেও ফাগুন হাওয়া লাগ‌তে শুরু ক‌রে। কিন্তু উন্নয়ন সহ‌যোগী দেশী বি‌দেশী সংস্থা, দেশী বি‌দেশী বি‌নি‌য়োগকারী, ও অপরূপা প্রাকৃ‌তিক সৌন্দ‌র্যের টা‌নে চট্টগ্রা‌মে আস‌তে উৎসুক পর্যটক‌দের স্বাচ্ছন্দভা‌বে থাকা ও উন্নত খাওয়া দাওয়ার অভাব এখা‌নে বিদ‌্যমান ছিল।

 

 

এসব অসু‌বিধা দুরীকর‌ণের লক্ষ্যে প্রতি‌ষ্ঠিত ও‌য়েল পার্ক রে‌সি‌ডেন্স প্রতিষ্ঠালগ্ন থে‌কে অসামান‌্য অবদান রে‌খে চ‌লে‌ছে। সরকার ঘো‌ষিত স্মার্ট বাংলা‌দেশ গড়ার লক্ষ‌্য পুর‌ণে স্মার্ট চট্টগ্রাম গড়া অবশ‌্যই সকলের কর্তব‌্য। নগরীর অ‌ভিজাত এলাকায় অব‌স্থিত হো‌টেল ওয়েল পার্ক রে‌সি‌ডেন্স স্মার্ট চট্টগ্রাম ও স্মার্ট বাংলা‌দেশ গঠ‌নে অবদান রাখ‌তে বদ্ধপ‌রিকর।

 

 


ও‌য়েল পা‌র্কের জেনা‌রেল ম্যানেজার  এম এ মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন ওয়েল গ্রুপের শুভকাঙ্খি বিদেশী অতিথি চেং ইয়ং।  আরো বক্তব্য রাখেন মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, মেজবাহ উদ্দিন, বিশ্বনাথ দাস, রেজওয়ানুল ইসলাম, তানজীর আমীর, আব্দুল মাবুদ, মোরশেদুল আলম, শাহী এমরান, খোরশেদুল আলম প্রমুখ।